বাংলারজমিন

ক্যানসার আক্রান্ত তামিম বাঁচতে চায়

বদরগঞ্জ (রংপুর) থেকে সংবাদদাতা

১৭ মার্চ ২০১৮, শনিবার, ৯:২৮ পূর্বাহ্ন

দরিদ্র ঘরের সন্তান তৌকির আহম্মেদ তামিম (৫)। সাড়ে তিন বছর বয়সেই সে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকেরা জানায়, সে ব্লাড ক্যানসারে আক্রান্ত। গরিব বাবা-মা সন্তানের চিকিৎসায় চিন্তিত হয়ে পড়েন। বাড়ির আসবাবপত্র ও গরু-ছাগল বিক্রি করে তার চিকিৎসা করান তারা। এখন সম্বল যা ছিল তা সবই শেষ। একমাত্র পুত্র সন্তানের চিকিৎসার খরচ বহন করতে এখন তারা ভিক্ষাবৃত্তিতে নেমেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন তামিমকে ৩ বছর ৪ মাস হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হবে। এতে খরচ হবে প্রায় ৮ লাখ টাকা। কিন্তু এই টাকা সংগ্রহ করা তার গরিব বাবা মায়ের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। পিতা-মাতা সন্তানের জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন। তামিমের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের তালুক দামোদরপুর মাদারিপাড়া গ্রামে। তার বাবা জিকরুল হক। পেশায় দিনমজুর। মাতা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। পরিবার সূত্রে জানা গেছে, তামিমকে গত বছরের ২৯শে মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখন থেকে সে ওই হাসপাতালে চিকিৎসক এটিএম আতিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: বাবা জিকরুল হক, অ্যাকাউন্ট নম্বর-০২০০০০৪৫৪৯৮৬৫, অগ্রণী ব্যাংক লিমিটেড বদরগঞ্জ শাখা, রংপুর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status