বাংলারজমিন

কমলগঞ্জে ওয়াজ মাহফিলে বাধা দেয়ার অভিযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

১৭ মার্চ ২০১৮, শনিবার, ৯:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো) এর স্থানীয় নির্বাচনের জের ধরে কমলগঞ্জের দক্ষিণ তিলকপুরে বার্ষিক ওয়াজ মাহফিলে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। বামডো নির্বাচনে পরাজিত এক প্রার্থীর নেতৃত্বে এলাকার কতিপয় লোক ওয়াজ মাহফিলে বাধা প্রদান করায় ওয়াজ আয়োজনকারীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করা হয়। গতকাল দুপুরে স্থানীয় তেঁতইগাঁও রশীদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বাংলাদেশ মনিপুরী মুসলিম উলামা ঐক্য পরিষদ। এতে লিখিত বক্তব্যে খুবাইব আহমেদ জাহাঙ্গীর বলেন, গত ১৯শে জানুয়ারি অনুষ্ঠিত বামডো নির্বাচনে মনিপুরী মুসলিম সমাজ ও আলেম সমাজের পক্ষ থেকে হাফেজ শফিকুর রহমানকে সমাজ কল্যাণ পদে প্রার্থী করা হয়। এতে ক্ষুব্ধ হন একই সমপ্রদায়ের লোক নূর মোহাম্মদ পিতু। তিনি এ সিদ্ধান্তের বিরোধিতা করে নির্বাচনে অর্থ সম্পাদক পদে প্রার্থী হন। কিন্তু নির্বাচনী মাঠে হাফেজ শফিকুর রহমানের পক্ষে তাদের সমপ্রদায়ের পূর্ণ সমর্থন থাকায় নুর মোহাম্মদ পিতু ও তার সহযোগী আহমদ উদ্দিন, আপ্তাবুর রহমান, রমিজ উদ্দিন, আব্দুস সামাদ, আব্দুন নুর মনিপুরী মুসলিম সমাজ ও আলেম সমাজের পক্ষ থেকে মনোনীত প্রার্থীকে বিভিন্নভাবে বাধা প্রদান, মানসিক চাপ, চাঁদা দাবি করে গণতান্ত্রিক অধিকার হরণ ও নির্বাচন থেকে অব্যাহতি করার জন্য চাপ সৃষ্টি করলেও তাদের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াননি। নির্বাচনে হাফেজ শফিকুর রহমান বামডোর সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হলেও বিপুল ভোটে পরাজিত হন নুর মোহাম্মদ পিতু। এর জের ধরে ১২ই মার্চ হযরত মাওলানা আব্দুর রশিদ (রহ.)’র ৩৩তম ওয়াজ ও দোয়ার মাহফিল করতে দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
তিনি বলেন, হযরত মাওলানা আব্দুর রশিদ (রহ.)’র ৩৩তম ওয়াজ ও দোয়া মাহফিল পণ্ড করার লক্ষ্যে মনিপুরী মুসলিম উলামা ঐক্য পরিষদের আহ্বায়ক জহিরুল হক ও সদস্য খোবাইব আহমদ জাহাঙ্গীরের বিরুদ্ধে জঙ্গিবাদের অপবাদসহ বিভিন্ন অভিযোগ তুলে ওয়াজ মাহফিলে অপ্রীতিকর ঘটনার আশঙ্কার কথা জানিয়ে নুর মোহাম্মদ পিতু ও তার লোকজন স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে মাওলানা শফিকুর রহমান, ফয়েজ উদ্দীন, হাবিবুর রহমান, হারুনুর রশীদ, আব্দুস সালাম, আদমপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানাসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status