দেশ বিদেশ

চট্টগ্রামে পিকনিকের পৃথক দু’টি বাস দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি

১৭ মার্চ ২০১৮, শনিবার, ৯:২৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে পৃথক দু’টি বাস দুর্ঘটনা ঘটেছে। এতে ২ যাত্রী নিহত ও ১৮ যাত্রী আহত হয়েছেন। আহতদের ৫ জনকে সীতাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ্‌ থানা এলাকার ইস্পাহানি মোড়ে একটি পিকনিকের বাসের সঙ্গে শহর এলাকার একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে শহর এলাকার ৭ নম্বর রুটের বাসের চালক নাজিম উদ্দিন (৩৯) ও আয়শা (২৯) নামে একজন নারী যাত্রী আহত হন। অপরটি শুক্রবার ভোর পৌনে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় বাস ও কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে আহত ৫ জনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের পরিচালক জসিম উদ্দিন জানান, ইয়ারা-৭১ নামের একটি বাস ঢাকা থেকে পিকনিকে কক্সবাজার যাচ্ছিল। বাসটি ভোররাত পৌনে চারটার দিকে কুমিরা সুলতানা মন্দির এলাকায় পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের দু’জন যাত্রী নিহত হয়। আহত হয় ১৬ জন। তিনি জানান, বাসের ধাক্কায় কাভার্ডভ্যানটিও রাস্তা থেকে ছিটকে পাশের জমিতে পড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হাইওয়ে পুলিশ গাড়ি দু’টিকে উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ আলম। তিনি জানান, কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাসটি। ঘটনাস্থলে দুইজন পুরুষের মরদেহ পাওয়া গেছে। তাদের নাম পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। কাভার্ডভ্যান ও বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নগরীর আকবর শাহ্‌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, নগরীর ইসপাহানি মোড়ে চট্টগ্রাম শহরগামী অপর একটি পিকনিকের বাসের সঙ্গে নগরীর ৭নং রুটের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক নাজিম উদ্দিন ও এক নারী যাত্রী আহত হয়। তাদেরকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সীতাকুণ্ড থেকে ১৩ জন ও ইস্পাহানির মোড়ে পৃথক দু’টি বাস দুর্ঘটনায় ২ জনকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসার দেয়ার পর এদের কয়েকজন চলে গেছে। বর্তমানে হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। এরা হচ্ছেন, বীথি (২৫), ইশিতা (৩৫), প্রীতি (২৪) রাশেদা (২২), কামরুল হাসান (২৭), সতেশ খান (২৮), সোহেল (২৮), সারওয়াল (২৮), পীযূষ (২৮), জোবায়ের (১৭) ও টুটুল (২৮)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status