শেষের পাতা

রাজপথে শ্লীলতাহানি

এখনো ধরা পড়েনি কেউ, মামলা ডিবিতে

স্টাফ রিপোর্টার

১৭ মার্চ ২০১৮, শনিবার, ৯:১৯ পূর্বাহ্ন

প্রতীকী ছবি

রাজপথে মিছিল থেকে কলেজছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ১০ দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। শ্লীলতাহানির ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবার করা নারী ও শিশু নির্যাতন মামলা প্রথমে মূল তদন্ত করে রমনা থানা পুলিশ। পাশাপাশি ছায়া তদন্ত করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলাটি এখন থানা পুলিশ গড়িয়ে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার ইহসানুল ফেরদৌস মানবজমিনকে বলেন, অধিকতর তদন্তের জন্য মামলাটি কমিশনারের নির্দেশে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। আমরা এই মামলা সংক্রান্ত সব কিছু ডিবিকে বুঝিয়ে দিয়েছি। এখন থেকে ডিবি এই মামলার তদন্ত করবে। ৭ই মার্চ শ্লীলতাহানির ওই ঘটনার পর থেকে চলছে নানামুখী আলোচনা-সমালোচনা। তুমুল সমালোচনার মুখেই আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরাই স্বপ্রণোদিত হয়ে ঘটনার তদন্ত শুরু করে। তদন্ত কর্মকর্তারা ওই মেয়েটির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ঘটনার বিবরণ অনুযায়ী প্রথমে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধারকারী ট্রাফিকের সেই কনস্টেবলকে খোঁজে বের করে। ভিডিও ফুটেজ দেখে তার ছবি বের করে ট্রাফিকের প্রতিটি ফাঁড়িতে যোগাযোগ করে খোঁজে বের করা হয় তাকে। পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার ইহসানুল ফেরদৌস সেই ট্রাফিক পুলিশের সদস্যকে খোঁজে পাওয়ার বিষয়টি স্বীকারও করেছেন। তিনি বলেছেন, আমরা তাকে খোঁজে বের করে প্রাথমিকভাবে কথা বলেছি। তবে তিনি ওই শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি স্বীকার করেননি। সূত্র বলছে, ওই দিনের ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বেশ কয়েকজন আসামিকে শনাক্ত করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) অতিরিক্ত উপ-কমিশনার রাজিব আল মাসুদ বলেন, তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status