বিনোদন

সংসদ ভবনের সামনে অন্য এক রিয়াজ

স্টাফ রিপোর্টার

১৪ মার্চ ২০১৮, বুধবার, ৫:২৪ পূর্বাহ্ন

জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক রিয়াজ হঠাৎ গাড়ি থেকে নেমে জাতীয় সংসদ ভবনের সামনে কিছু একটা কুড়াচ্ছেন। কালো চশমা, কালো টি-শার্ট, নীল জিন্স এবং গ্লাভস পরা হাতে একটি ব্যাগ নিয়ে রিয়াজকে ময়লা কুড়াতে দেখে মনে হতেই পারে এটি কোনো চলচ্চিত্রের শুটিং। কিন্তু না, রিয়াজ নিজের হাতে সংসদ ভবনের সামনের রাস্তার ময়লা পরিষ্কার করার মাধ্যমে দর্শকদের চ্যালেঞ্জ করেছেন। প্রত্যেককে নিজের জায়গা পরিষ্কারের ভিডিও করে #PBChallenge লিখে ফেসবুকে পোস্ট করে সেখানে আরো তিনজন বন্ধু বা পরিচিত মানুষকে ট্যাগ করতে হবে এই চ্যালেঞ্জে অংশ নিতে- এই হলো পরিচ্ছন্ন বাংলাদেশ চ্যালেঞ্জ কার্যক্রমে অংশ নেয়ার নিয়ম। সম্প্রতি ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ পাওয়ার্ড বাই হারপিক’ ক্যাম্পেইনের অংশ হিসেবে তিনি এই অনলাইন চ্যালেঞ্জটির সূচনা করেন। চিত্রনায়ক রিয়াজকে নিজের হাতে রাস্তার পাশের ময়লা আবর্জনা পরিষ্কার করতে দেখে অনেক সাধারণ মানুষ এসে তার সঙ্গে যোগ দেন। কেউ প্লাস্টিক বোতল, কেউ কাগজ, চিপসের  খালি প্যাকেট, সিগারেটের প্যাকেট কুড়িয়ে পরিষ্কারের কাজ করছিলেন। কেন এমন কাজে অংশ নিলেন নায়ক রিয়াজ? রিয়াজ বলেন, এই দেখুন আমাদের জাতীয় সংসদ ভবন এত সুন্দর একটা জায়গা অথচ আশপাশে খেয়াল করে দেখুন আমরা নিজেরাই অপরিষ্কার করছি। চা-কফি খেয়ে গ্লাসগুলো ফেলে দিচ্ছি যত্রতত্র, চিপসের খালি প্যাকেট, সিগারেটের খালি প্যাকেট, ঝালমুড়ি খেয়ে কাগজ ফেলে দিচ্ছি যেখানে-সেখানে। এতে করে কী হচ্ছে, আমাদের নিজেদের ঘর আমরা নিজেরাই নোংরা করছি। তিনি আরো বলেন, আমরা সবাই যদি একটু সচেতন হই, তাহলে আমার এবং পরিচ্ছন্ন বাংলাদেশ- ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত পুরো টিমের পরিশ্রম বৃথা যাবে না। এর আগে তিনি সমগ্র দেশবাসীর কাছে জানতে চেয়েছিলেন কী করে বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখা যায় এবং মোটামুটি সবাই মতামত দিয়েছেন আগে নিজের হাতে দায়িত্ব তুলে নিতে হবে। এরই ধারাবাহিকতায় রিয়াজ আজকে নিজে দায়িত্ব নিয়ে ইচ্ছুক জনতাকে সঙ্গে রেখে জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা পরিষ্কার  করলেন এবং এরই সঙ্গে ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ পাওয়ার্ড বাই  হারপিক-এর #PBChallenge সবার কাছে তুলে ধরলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status