অনলাইন

৩০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবার ঘোষণা দিতে পারে মিয়ানমার

অনলাইন ডেস্ক

১৪ মার্চ ২০১৮, বুধবার, ৪:৩৬ পূর্বাহ্ন

মিয়ানমার সরকারের তরফে আজ ৩০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার ঘোষণা আসতে পারে। প্রত্যাবাসনের প্রথম পর্যায়ে রোহিঙ্গাদের প্রাথমিক যে তালিকা বাংলাদেশ মিয়ানমারকে দিয়েছে, তার মধ্য থেকেই ওই ৩০০ জনকে বেছে নেয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত ঘোষণা আজই আসতে পারে বলে ইউএনবিকে জানিয়েছেন এক কুটনৈতিক সূত্র। ওই সূত্রের বরাত দিয়ে ইউএনবির খবরে বলা হয়, আজ বাংলাদেশ সময় বেলা দেড়টায় এ সংক্রান্ত সংবাদ সম্মেলন হওয়ার কথা। তবে, বিকেল সাড়ে চারটার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত এমন কোন সংবাদ সম্মেলনের খবর মিয়ানমার বা আন্তর্জাতিক কোন গণমাধ্যমে আসেনি।  
কুটনৈতিক ওই সূত্র বলেন, ‘এখন পর্যন্ত এ ব্যাপারে কোন কিছুই নিশ্চিত নয়। সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। মিয়ানমারের তথ্য উপমন্ত্রী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, প্রত্যাবাসনের প্রথম পর্যায়ে বাংলাদেশ ১৬৭৩ টি পরিবারের মোট ৮,০৩২ জন রোহিঙ্গার তালিকা দেয় মিয়ানমারকে। তালিকাটি পর্যালোচনা করেছে মিয়ানমার। এবং সেখান থেকে প্রত্যাবাসনের জন্য বাছাই করা রোহিঙ্গাদের নাম আজই বাংলাদেশকে দেয়ার কথা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status