অনলাইন

নাগরিকের ভাবনায় পরিবর্তন আনতে সহযোগিতা চান সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার

১৪ মার্চ ২০১৮, বুধবার, ৩:১৩ পূর্বাহ্ন

শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ও নাগরিকের ভাবনায় পরিবর্তন আনতে পঞ্চায়েত প্রধান ও ইমামদের আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশন (ডিএসসিসি)র মেয়র সাঈদ  খোকন। তিনি বলেন, আমি তিন বছর ধরে বলছি। আরও বললেও হবে না। কিন্তু আপনারা শুধু একবার বলেন, নাগরিকরা অবশ্যই শুনবে। আপনারাই পারেন নাগরিকের ভাবনায় স্বচ্ছতার পরিবর্তন আনতে। আজ বুধবার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 'স্বচ্ছ ঢাকা' কর্মসূচি বাস্তবায়নে ডিএসসিসির বিভিন্নি ওয়ার্ড পঞ্চায়েত কমিটির প্রধান ও সংশ্লিষ্টদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালাবে ডিএসসিসি। এ অভিযান সফলের লক্ষ্যেই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মেয়র সাঈদ খোকন বলেন, নিজের ঘরের মত শহরকেও নিজের ভাবতে হবে। যতœশীল হতে হবে। তবেই পরিচ্ছন্ন নগর হবে। তিনি আরো বলেন, এখন প্রায় শতভাগ রাস্তায় এলইডির আলো জ্বলে। ৮৫ ভাগ রাস্তা চলাচলের উপযোগী। আগামী শুষ্ক মৌসুমের আগেই ৯৯ ভাগ রাস্তা চলাচলের উপযোগী হবে। সভায় পঞ্চায়েত প্রধানরা জানান, তাদের কার্যক্রম ভাড়া দোকান কিংবা ভাড়া বাড়িতে পরিচালিত হচ্ছে। এজন্য ডিএসসিসি থেকে সুনির্দিষ্ট জায়গা বরাদ্ধ চান তারা। সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান বর্জ্য কর্মকর্তা শফিকুল ইসলাম ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. সালাহউদ্দিনসহ ওয়ার্ড কাউন্সিলর ও পঞ্চায়েত প্রধানরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status