বিশ্বজমিন

বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের শোক

মানবজমিন ডেস্ক

১৪ মার্চ ২০১৮, বুধবার, ১০:২১ পূর্বাহ্ন

নেপালের রাজধানী কাঠমাডুতে বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শোক প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক শোকবার্তায় পুতিন বলেন, ‘কাঠমান্ডু বিমানবন্দরে বাংলাদেশি বিমান দুর্ঘটনায় বিপুলসংখ্যক লোকের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। শোকবার্তায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি তাঁর আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানান পুতিন। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। উল্লেখ্য, নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজটি সোমবার বিধ্বস্ত হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত পাইলটসহ ৫০ জন নিহত হয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status