খেলা

আবারও লটারি ছাড়লো বাফুফে

স্পোর্টস রিপোর্টার:

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৮:১৬ পূর্বাহ্ন

ছয়টি লক্ষ্য সামনে এনে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আবারও লটারি ছেড়েছে বাফুফে। মঙ্গলবার বাফুফে ভবনে এই লটারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী মোঃ শাজাহান খান, এমপি। এসময় তিনি বলেন, ফুটবল খেলার জন্য অর্থের প্রয়োজন। আর এ অর্থের জন্যই এ লটারি ছাড়া। ফুটবল ফেডারেশনকে সহযোগিতা করতে আমাদের প্রত্যেককে অন্তত একটি করে লটারি কেনা প্রয়োজন। দুই বছর আগে প্রথম বারের মতো লটারির মাধ্যমে তহবিল সংগ্রহ করেছিলো বাফুফে। তখনকার আয়োজনে বাফুফে তহবিলে এক কোটি টাকা যোগ হয়েছিলো বলে জানান বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তার বিশ্বাস এবার সেটা দুই কোটি টাকা ছাড়াবে, যা দেশের ফুটবল উন্নয়নে ভুমিকা রাখবে। বুধবার থেকে দেশের সকল সরকারী-বেসরকারী ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ২০ টাকা মূল্যের এই লটারি পাওয়া যাবে। আগামী ৫মে এই লটারির ড্র অনুষ্ঠিত হবে। লটারির প্রথম পুরস্কার ত্রিশ লাখ টাকা। সব মিলিয়ে ৫০ লাখ টাকার ৬২৪টি পুরস্কার দেয়া হবে।
বাফুফে ভবনে লটারির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফে সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ মাসুদ করিম, বাফুফে জাতীয় লটারী পরিচালনা কমিটির সদস্য ও অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক আব্দুস সালাম, জেকে ইন্টারন্যাশনালের আলম কবীর এবং বাফুফে সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status