প্রথম পাতা

শাওনকে রেখে চলে গেলেন শশী

স্টাফ রিপোর্টার

১৪ মার্চ ২০১৮, বুধবার, ৮:১৫ পূর্বাহ্ন

‘এবং যাত্রা হলো শুরু’- উড়োজাহাজটি আকাশে ডানা মেলতেই নিজের ফেসবুক ওয়ালে এমন একটি পোস্ট দিয়েছিলেন তাহিরা তানভিন শশী। পাশের সিটেই বসেছিলেন স্বামী ডা. রেজওয়ানুল হক শাওন। নিজেদের সপ্তম বিবাহবার্ষিকী উদ্‌?যাপন করতে কাঠমান্ডু যাচ্ছিলেন তারা। কিন্তু আনন্দময় এ যাত্রার শেষটা বড় বিষাদময়। যাত্রা শেষে উচ্ছল শশী আর নেই। সোমবার দুপুরে নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত হয় ইউএস বাংলার বিএস-২১১ ফ্লাইটটি। ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন শশী। হাসপাতালে চিকিৎসাধীন আছেন শাওন। তবে প্রিয়তমা স্ত্রীর এই চিরবিদায়ের খবর এখনো জানেন না শাওন।
চিকিৎসকেরা জানিয়েছেন, শাওনের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তবে তিনি শঙ্কামুক্ত। কাঠমান্ডুর ওম হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শশীর মরদেহ রয়েছে কাঠমান্ডু মেডিকেল কলেজ টিচিং হাসপাতালের মর্গে। শাওনের চাচাতো ভাই মুসাব্বির বিন মাজহার বলেন, দুর্ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে শশী ভাবি ও শাওন ভাইয়ের বাবা বিমানবন্দরে যান নেপালে যাওয়ার জন্য। তখন নেপালের বিমানবন্দরে বিমান চলাচলে ঝামেলা থাকায় তারা যেতে পারছিলেন না। এক সময় ওখানেই খবর পান, শশী ভাবি মারা গেছেন। এরপর ওই কষ্টের কথা আর বলা সম্ভব নয়। মুসাব্বির বিন মাজহার বলেন, আজ (গতকাল) ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে নেপাল গেছেন শাওন ভাইয়ের বাবা ও আমার আরেক চাচা। শাওন ভাইয়ের সঙ্গে সোমবার রাতে আমাদের কথা হয়। তিনি এখনো ঘোরের মধ্যে। বারবার শশী ভাবির কথা জানতে চাইছেন। আমরা তাকে কিছু জানাইনি।
শাওন এখন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার। এ তথ্য জানিয়েছেন, মেডিকেল কলেজটির আরেক চিকিৎসক ডা. জামাল উদ্দিন মিন্টু। তিনি বলেন, শাওন বর্তমানে এফসিপিএস উচ্চতর ডিগ্রির জন্য প্রশিক্ষণরত। এই চিকিৎসক আরো জানান, বিমান বিধ্বস্ত হওয়ার পর পরই তারা শাওনের ব্যাপারে খোঁজ নেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। জানতে পারেন, শাওন বেঁচে গেলেও নিহত হয়েছেন তার স্ত্রী শশী। শাওনের চাচাতো ভাই মুসাব্বির বিন মাজহার বলেন, রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন নেপালি ছাত্র রাহুলের মাধ্যমে শাওনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় বলে জানান মুসাব্বির বিন মাজহার।
মানিকগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার ডা. রেজা জামানের একমাত্র মেয়ে শশী। শশী ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি বিভাগে মাস্টার্স করছিলেন। শশীর বাবা-মা থাকেন রাজধানীর মোহাম্মদপুরে। মুসাব্বির বিন মাজহার বলেন, ‘একমাত্র সন্তান হারিয়ে বাবা-মায়ের কী যে অবস্থা, তা আর বলার মতো নয়। আমাদের সব আত্মীয় এখন ওই বাসায়।’ শাওনের বাবা মোজাম্মেল হকও চিকিৎসক। তিনি কিছুদিন আগে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের পদ থেকে অবসর নিয়েছেন। শাওন ও শশী দু’জনেরই গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুরে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status