খেলা

আফগানিস্তানের জালে বাংলাদেশের ২৫ গোল

স্পোর্টস রিপোর্টার

১৪ মার্চ ২০১৮, বুধবার, ৭:২৮ পূর্বাহ্ন

হকিতে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ২৪ূ-০ গোলের। ২০১০ সালের এসএ গেমসে নেপালের জালে ২১ গোল দিয়েছিলো লাল সবুজের প্রতিনিধিরা। এবার এশিয়ান গেমসের বাছাই পর্বে সেই রেকর্ড ভাঙ্গলো বাংলাদেশ দল। আফগানিস্তানের জালে ২৫ বার বল জড়িয়েছেন জিমি-চয়নরা। ওমানের মাসকটে অনুষ্ঠিত এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন আশরাফুল ইসলাম, মামুনুর রহমান চয়ন, দ্বীন মোহাম্মদ, আরশাদ হোসেন, রাসেল মাহমুদ জিমি ও রোমান সরকার। এদের মধ্যে দ্বীন ইসলাম ও রোমান সরকারের স্টিক থেকে এসেছে চারটি করে গোল। দুটি করে গোল করেছেন হাসান জুবায়ের নিলয় ও ফরহাদ হোসেন সিটুল। একটি এসেছে নাঈম উদ্দিনের স্টিক থেকে। এর আগে থাইল্যান্ডকে ৫-০ ও হংকংকে ৫-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে বাংলাদেশ। ২৫-০ গোলের এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status