খেলা

ভারতীয়দের ‘প্রথম’ ইতিহাসে ‘দশম’

স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৩:১২ পূর্বাহ্ন

সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে এক নজির গড়লেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে 'হিট উইকেট' আউট হলেন রাহুল। এদিন ঋষভ পান্থের পরিবর্তে ভারতীয় একাদশে জায়গা পেয়েছিলেন এ ডান হাতি ব্যাটসম্যান। ভারতীয় ইনিংসের দশম ওভারে লঙ্কান স্পিনার জীবন মেন্ডিসের বল বেশি ব্যাকফুটে খেলতে গিয়ে পা লেগে উইকেট ভেঙে যায়। এ হিট আউটের সঙ্গে রেকর্ড বইয়ে নাম ওঠে রাহুলের। সোমবার ১৭ বলে ১৮ রান করে আউট হন তিনি। আর টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে রাহুল দশম ব্যক্তি হিসেবে 'হিট উইকেট' আউট হলেন তিনি। রাহুলের আগে একইভাবে এ ফরম্যাটে আউট হয়েছেন এবি ডিভিলিয়ার্স, দীনেশ চান্ডিমাল ও মিসবাউল হকের মত ক্রিকেটাররা। টি-টোয়েন্টিতে প্রথম 'হিট উইকেট' আউট হয়েছিলেন জিম্বাবুয়ের ডেভিড ওবুয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status