খেলা

কোহলির ব্যাটে ইংলিশ নারীর সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১:২৭ পূর্বাহ্ন

ইংল্যান্ডের নারী ক্রিকেটারদের মধ্যে টি-টেয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করেন ড্যানিয়েল ওয়াট। তিনি ঐতিহাসিক এ সেঞ্চুরিটি করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাট দিয়ে। বিস্ময়কর এ তথ্যটি জানিয়েছেন ২৬ বছর বয়সী ড্যানিয়েল নিজেই।
২০১৪তে ইংলিশ নারী দলের সাথে ভারত সফরে গিয়েছিলেন ড্যানিয়েল। এ সময় তিনি তা টুইটারে কোহলিকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। এ খবরটি সে সময় ব্যাপক সাড়া ফেলেছিল। ভারতীয় সংবাদ মাধ্যমেও এ নিয়ে বিস্তর লেখালেখি হয়। ড্যানিয়েল জানান, যখন আমাদের দেখা হয়, তখন সে (কোহলি) বলেছিল, তুমি টুইটারে এমনটা করতে পার না। তারা (মানুষ) এটা সিরিয়াসলি নিয়েছে। আমি বলেছি, ঠিক আছে আমি দুঃখিত। এরপর ড্যানিয়েলকে নিজের একটি ব্যাট উপহার দেন কোহলি। সেই ব্যাটটি দিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যানবেরায় ৫৬ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন ড্যানিয়েল। তিনি আরো বলেন, আমি এখনও কোহলির ব্যাট ব্যবহার করি। এ ব্যাট দিয়ে আমি সেঞ্চুরি করেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে ড্যানিয়েল যখন মাঠে নামেন তখন ১৭৮ রান তাড়া করতে গিয়ে তার দলের রান ৩ উইকেট হারিয়ে ৩০। পরে ১৯টি চার ও একটি ছক্কায় রাঙিয়ে ইংলিশ নারীদের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম সেঞ্চুরি করে দলকে জেতান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status