খেলা

নাগিন নাচের ব্যাখ্যা দিলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১০:১৯ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে জয় উদযাপনে ক্রিজে নাগিন নাচের ভঙ্গি করেন মুশফিকুর রহীম। আর মুশফিকের এমন ‘নাগিন নাচ’ উদযাপন দেখে আলোড়ন ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমেও। কেন মুশফিকের এমন উদযাপন? এমন প্রশ্নে গতকাল মুশফিক বলেন, এটা ছিল সাধারণ উদযাপন মাত্র। সম্ভবত এটা সবাই পছন্দ করেছে। এ নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। এটা পূর্ব পরিকল্পিত ছিল না। আমার মনে হয়, উদযাপনের ধরনটা দেখলেই সবাই বুঝবে, আমরা একটা জয়ের জন্য কতটা উদগ্রীব ছিলাম। নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি আসরে  শ্রীলঙ্কার বিপক্ষে ২১৪ রান তাড়া করে জয় কুড়ায় বাংলাদেশ। ৩৫ বলে ৭২ রানের হার না মানা ইনিংস খেলেন মুশফিক। এতে মুশফিক হাঁকান ৫ চার ও চারটি ছক্কা। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মুশফিককে বিশাল ছক্কা হাঁকাতে দেখে তিনি অবাক হয়েছেন। বিসিবি সভাপতির এমন মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে মুশফিক বলেন, আমার মনে হয়, এই ইনিংসের পর তিনি জানলেন, আমিও এমন খেলতে পারি। আমার মনে হয় তিনি সব সময় আমার ভিন্ন খেলাটা দেখেছেন। দীর্ঘদিনের পরিশ্রম যখন ফল দেয় তার অনুভূতিটাও আলাদা। আমার মনে হয় না তিনি (নাজমুল হাসান) আমাদের অনুশীলন দেখেছেন। আমাদের এটা সবসময়ই করতে হয়। আমার খেলায় আমি নিজে অবাক নই। নিজের ওপর বিশ্বাস না থাকলে খেলার মাঠে দেয়া কঠিন। আর সত্যি কথা বলতে, ব্যাটিং সহায়ক পিচে এমন ইনিংস খেলে উদযাপনটা আমার একটু বাড়াবাড়িই হয়ে গেছে। দলের কাউকে না কাউকে এমন ইনিংস খেলতেই হতো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status