খেলা

রূপগঞ্জ উঠে এলো দুইয়ে

স্পোর্টস রিপোর্টার

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১০:১৭ পূর্বাহ্ন

২০১৭ থেকেই ঘরোয়া ক্রিকেটে খেলছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সালাউদ্দিন পাপ্পু। মারমুখী ব্যাটসম্যান হিসেবে পরিচিত তিনি। এরই মধ্যে লিস্ট ‘এ’ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাত্র ১৮টি। কিন্তু নিজেকে প্রমাণ করতে একটু সময় লাগছিল ওপেনিং ব্যাটসম্যানের। তবে গতকাল বিকেএসপিতে ঝড় তুলেছিলেন। সেই ঝড়ে উড়ে গেছে কলাবাগান ক্রীড়া চক্র। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের নবম রাউন্ডের ম্যাচে ২৬ রানে জিতেছে রূপগঞ্জ। পাপ্পু ৯৫ বলে করা ১২ চার ও ৮ ছয়ে করেন ১২৫ রান। এর আগে তার ক্যারিয়ার সেরা ছিল ৬০ রানের ইনিংস। তার ব্যাটে ভর করে ৩১৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল রূপগঞ্জ। কিন্তু বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে এক বল বাকি থাকতে ২৮৮ রানে গুটিয়ে যায় কলাবাগানের ইনিংস। কলাবাগানের পক্ষে দারুণ লড়াই করেছেন ওপেনার গোস্বামী (৭০) ও মোহাম্মদ আশরাফুল (৬৫)। দু’জন ফিফটি হাঁকালেও দলকে জয়ের পথ দেখাতে ব্যর্থ অন্যরা।
সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ-কলাবাগান
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ৩১৪/৫ (মজিদ ২০, পাপ্পু ১২৫, নাইম ৪৫, নাঈম ৬১*, রসুল ৩২, নাজমুল ১২, তুষার ১০*;হাসান ২/৪৯ তাইবুর ২/১৯)
কলাবাগান ক্রীড়া চক্র: ৪৯.৫ ওভারে ২৮৮ (গোস্বামী ৭৫, তাসামুল ২৩, আশরাফুল ৬৪,মাহমুদুল ৩০. হাসান ৩৪, ফারুক ২৯, শাহাদ্‌ত ২, ফেরদৌস ১৪, নাবিল ২*; শহীদ ২/৬২ রসুল ৩/৫০, মোশাররফ ১/৫৯, আসিফ ৩/৪৩)
ফল: রূপগঞ্জ ২৬ রানে জয়ী
ম্যাচসেরা: সালাউদ্দিন পাপ্পু
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status