খেলা

মিজান নয়, জিতলেন শফিউল

স্পোর্টস রিপোর্টার

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১০:১৭ পূর্বাহ্ন

জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরিতে আগের ম্যাচেই জয় পেয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু গতকাল এ ব্যাটসম্যান সেঞ্চুরি না পেলেও করেছেন ৯২ রান। তার সঙ্গে ওপেন করতে এসে মিজানুর রহমান তুলে নিয়েছেন সেঞ্চুরি। দুজনের ব্যাটে লীগে নবাগত অগ্রণী ব্যাংককে ২৮৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় ৬ উইকেট হাতে রেখেই। কিন্তু দিন শেষে এ দুজনকে আক্ষেপেই পুড়তে হয়েছে। অগ্রণীর আনকোড়া ব্যাটসম্যানরা বিশাল লক্ষ্য টপকে জয় তুলে নিয়ে ৩ উইকেট ৫ বল হাতে হাতে রেখেই। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে এটি নয়া দলটির তৃতীয় জয়। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দলটি উঠে এসেছে পয়েন্ট তালিকার ১১তম স্থানে। সমানসংখ্যক ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে কলাবাগান ক্রীড়াচক্র রয়েছেন তালিকার তলানিতে। জবাব দিতে নেমে অভিজ্ঞ শারিয়ার নাফীস আউট হলেও আজমির আহমেদ, সালমান হোসেন, ধাওয়ান ও জাভেদ ফিফটি হাঁকিয়ে দলকে জয়ের পথে নিয়ে যায়। তবে ম্যাচ সেরা হয়েছেন শফিউল ইসলাম। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অগ্রণীর হয়ে ৪ উইকেট নিয়েছেন জাতীয় দলের আসা-যাওয়ার মধ্যে থাকা অভিজ্ঞ এ পেসার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status