খেলা

গোল বন্যার টার্গেট বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১০:১৬ পূর্বাহ্ন

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যস্ত ৫-১ গোলে জিতেছে জিমি বাহিনী। ওমানের রাজধানী মাসকটে চলমান বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই দুই মিনিটের ব্যবধানে হংকংয়ের জালে বাংলাদেশের দুই গোল। শেষ কোয়ার্টারে রোমান সরকার করেছেন ৩-১। ৫৮ মিনিটে গোল করেছেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। আর ম্যাচের শেষ মিনিটে দলকে পঞ্চম গোল এনে দিয়েছেন মিলন হোসেন। এর আগে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের জালে ৫ গোল দিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। আজ বাংলাদেশের টার্গেট আফগানিস্তান। এরিমধ্যে দুই ম্যাচে আফগানিস্তান হজম করেছে ৪২ গোল। হংকংয়ের কাছে ১৯-১ গোলে হারার পর থাইল্যান্ডের বিপক্ষে তারা হজম করেছে ২৩ গোল। বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ।
এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বাংলাদেশের অতীত ইতিহাস ঈর্ষণীয়। আট দলের বাছাইপর্বে এবারো শিরোপার স্বপ্ন নিয়ে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। বাছাইপর্ব থেকে সেরা পাঁচ দল আগামী আগস্টে ইন্দোনেশিয়াতে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। এরিমধ্যে টানা দুই ম্যাচ জিতে প্রথম ধাপ অতিক্রম করেছে বাংলাদেশ। এশিয়ান গেমসে খেলার লক্ষ্য পূরণ হলেও এটা নিয়ে ভাবতে চান না বাংলাদেশের কোচ মাহবুব হারুন। ‘আমার টার্গেট শিরোপা। ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকেই এগুচ্ছি আমরা’-বলেন এই কোচ। হংকংয়ের বিপক্ষে ১৯ গোল হজম করেছে আফগানিস্তান। থাইল্যান্ড দিয়েছে ২৩ গোল। দুই ম্যাচে ৪২ গোল খাওয়া র‌্যাঙ্কিংহীন আফগানিস্তানের ম্যাচের আগে বাংলাদেশের কোচ মাহবুব হারুন বলেন, ওরা হলো এই টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল। আমার মনে হয় কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই তারা এই টুর্নামেন্টে খেলতে এসেছে। হংকং থাইল্যান্ড এরিমধ্যে তাদের বিপক্ষে গোল বন্যায় ভাসিয়েছে। আমাদেরও টার্গেট বড় ব্যবধানে ম্যাচ জেতা।’ তবে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে একটা ভয় থাকে। এসব প্রতিপক্ষের বিপক্ষে সমন্বয়হীনতা দেখা দেয় খেলোয়াড়দের মাঝে। প্রত্যেকেই গোল করার নেশায় পেয়ে বসে। কেউ কাউকে পাস দিতে চায় না। এসব নিয়ে গতকাল কাজ করার কথা জানান মাহবুব হারুন। ‘বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। বলেছি যার যার ডিউটি সে সে পালন করবা। যার গোল দেয়ার দায়িত্ব সে গোল দেবে।
আগের ম্যাচে দুই গোল করা পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলাম জানান, হংকংয়ের বিপক্ষে প্রথম দিকে কেন জানি হচ্ছিলো না। একের পর এক আক্রমণ করার পরও গোল পাচ্ছিলাম না আমরা। তাড়াহুড়ো করার কারণেই এমনটা হয়েছিল। তবে আফগানিস্তানের বিপক্ষে ধীরে সুস্থে খেলতে চাই। এ ম্যাচে আমাদের টার্গেট যত বেশি গোল করা যায় সেদিকে মনযোগী হওয়া।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status