খেলা

চট্টগ্রামে আন্তর্জাতিক পেশাদার গলফ প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১০:১৬ পূর্বাহ্ন

চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ২১শে মার্চ শুরু হচ্ছে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস চিটাগং ওপেন ২০১৮। চারদিনের এ প্রতিযোগিতা প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই) এবং বাংলাদেশ প্রফেশনাল গলফ অ্যাসোসিয়েশন (বিপিজিএ) দ্বারা যৌথ অনুমোদিত এবং বাংলাদেশ গলফ ফেডারেশন কর্তৃক স্বীকৃত। চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে দ্বিতীয়বারে মতো অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক গলফ প্রতিযোগিতায় ১২৬ জন পেশাদার গলফার অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রায় অর্ধেকই বিদেশি খেলোয়াড়। এতে প্রাইজমানি থাকছে ৫০ লাখ টাকা। শিরোপাজয়ী গলফার প্রায় সাত লাখ টাকা পাবেন বলে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়। সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্রধান পৃষ্ঠপোষক আর সহপৃষ্ঠপোষক হিসেবে থাকছে কেওয়াই স্টিল ও বিএসআরএম। এ ছাড়া পৃষ্ঠপোষকতায় থাকছে রিজেন্ট এয়ারওয়েজ, ইস্পাহানি, প্রাণ ও দি এভিনিউ হোটেল। আর সম্প্রচার সহযোগী হিসেবে থাকছে ভারতীয় মালিকানাধীন ক্রীড়া চ্যানেল সনি টেন গলফ।
গতকাল হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁও-এ আয়োজিত সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষকদের নাম  ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সোহেল আর.কে. হোসেইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন, বিপিজিএ প্রেসিডেন্ট আসিফ ইবরাহিম; বিজিসিসি মিডিয়া কমিটি চেয়ারম্যান মেজর এমদাদুল ইসলাম (অব.), রিজেন্ট এয়ারওয়েজ-এর চিফ কমার্শিয়াল অফিসার হানিফ জাকারিয়া এবং বিএসআরএম-এর কর্মকর্তা আবুল হাসনাত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status