দেশ বিদেশ

বিমানটিতে ছিলেন পরিকল্পনা কমিশনের দুই নারী কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১০:১২ পূর্বাহ্ন

নেপালে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলার বিমানে পরিকল্পনা বিভাগের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) দুই নারী কর্মকর্তা ছিলেন। এরা হলেন- সিনিয়র সহকারী প্রধান নাজিয়া আফরিন চৌধুরী ও উম্মে সালমা। সরকারি এক সেমিনারে অংশ নিতে নেপাল যাচ্ছিলেন তারা। বিষয়টি নিশ্চিত করছেন জিইডি’র সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর রাখছি। নেপাল দূতাবাসে খোঁজখবর নেয়া হচ্ছে। কিন্তু দূতাবাস এখন পর্যন্ত কিছুই বলতে পারছে না। তিনি বলেন, সবশেষ দুপুর সাড়ে ১২টার দিকে তাদের সঙ্গে আমার কথা হয়েছিল। মূলত ওই সেমিনারে আমার যোগ দেয়ার কথা ছিল। আমি যেতে পারি নাই বলে ওদের পাঠিয়েছি। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, উম্মে সালমা সাধারণ অর্থনীতি বিভাগের রাজস্ব ও মুদ্রানীতি অনুবিভাগে সিনিয়র সহকারী প্রধান এবং নাজিয়া আফরিন চৌধুরী আন্তর্জাতিক অর্থনীতি অনুবিভাগে সিনিয়র সহকারী প্রধান হিসেবে কর্মরত আছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর দক্ষিণখান এলাকায় থাকেন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা উম্মে সালমা। তিনদিনের দাপ্তরিক সফরে (অফিসিয়াল ট্রিপে) গতকাল ইউএস বাংলার বিমানে কাঠমান্ডু রওনা দেন তিনি। এদিন বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গতকাল রাজধানীর বারিধারার ইউএস বাংলা এয়ারলাইন্সের অফিসে ছুটে আসেন তার বড় ভাই আবুল কালাম আজাদ। বোনের জন্য আহাজারি করতে থাকেন তিনি। বোনকে জীবিত ফিরে পাওয়া নিয়ে শঙ্কায় আছেন তিনি। শোক যেন তাকে নির্বাক করেছে। তার সঙ্গে একই বিমানে পাশাপাশি সিটে ছিলেন সিনিয়র সহকারী প্রধান নাজিয়া আফরিন চৌধুরী। এদিকে বিমান দুর্ঘটনার খবর শোনার পরই পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের কর্মকর্তাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তারা শোকে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status