দেশ বিদেশ

নারী শিক্ষার্থীদের পুলিশি নির্যাতন, প্রতিবাদে দেশব্যাপী সমাবেশ

স্টাফ রিপোর্টার

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১০:১১ পূর্বাহ্ন

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদে সব জেলায় আগামী ২৪শে মার্চ প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সংগঠনের সমন্বয়ক সঞ্জয় দাস বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে ন্যায্য দাবিতে আমরা আন্দোলন চালিয়ে আসছি। এর ধারাবাহিকতায় গত ১০ই মার্চ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে গিয়ে বাংলামোটর এলাকায় পুলিশি হামলায় নারী শিক্ষার্থীসহ প্রায় ২০ জন আহত হয়। গ্রেপ্তার করা হয় প্রায় ৩০ জনকে। এর প্রতিবাদে আগামী ২৪শে মার্চ ঢাকাবাদে সব জেলায় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ পালন করবো। এ ছাড়াও আন্দোলনের অংশ হিসেবে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবি আদায়ে ৩১শে মার্চ রাজধানীর শাহবাগে ব্যাপক আকারে সমাবেশ পালন করার কথা বলে সংগঠনটি।
পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সমন্বয়ক কামরুন নাহার ঝুমা, হারুনুর রশীদ ও রাকিবুল হাসান। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status