দেশ বিদেশ

সিলেটে দেবোত্তর সম্পত্তি দখলে দেয়াল, তোলপাড়

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১০:১০ পূর্বাহ্ন

সিলেটে বিরোধপূর্ণ দেবোত্তর ভূমিতে সিটি করপোরেশনের দেয়াল নির্মাণ নিয়ে তোলপাড় চলছে। এ ব্যাপারে সেবায়েতদের পক্ষ থেকে থানায় অভিযোগ করার পরও কৌশলে ৬০ ফুট লম্বা দেয়াল নির্মাণ করে ফেলা হয়েছে। সেবায়েতদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাস্তার একপাশ থেকে ৪ ফুট প্রস্থের ভূমি দখলে নিয়ে সিটি করপোরেশন ওই দেয়াল নির্মাণ করা হয়েছে। অথচ জমি নেয়ার কথা ছিল রাস্তার দুই পাশ থেকে দুই ফুট করে। দেবোত্তর সম্পত্তি ব্রজনাথ টিলার অবস্থান সিলেট নগরীর রায়নগরে। বিপুল পরিমান সম্পত্তি এখানে রয়েছে দেবতার নামে। দীর্ঘদিন ধরে একটি মহল প্রভাব খাটিয়ে ওই সম্পত্তি দখলে নিয়ে ভোগদখল করে আসছে। এ নিয়ে দখলদারদের সঙ্গে সেবায়েতদের মামলা চলছে। বর্তমানে মামলা আপিল বিভাগে বিচারাধীন। এ অবস্থায় সম্প্রতি সময়ে সিলেট সিটি করপোরেশন ওই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করে। দেবোত্তর সম্পত্তি ব্রজনাথ টিলার সেবায়েত আইকম শর্মা অভিযোগ করেছেন- সম্প্রতি সময়ে সিলেট সিটি করপোরেশন রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে সেবায়েত সম্পত্তি থেকে সব ভূমি দখল করে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। পাশাপাশি তারা দেবোত্তর সম্পত্তিতে রাস্তার পাশে স্থায়ী দেয়াল নির্মাণের প্রক্রিয়া শুরু করে। এর পরিপ্রেক্ষিতে তারা প্রথমে সিটি করপোরেশনকে নিষেধাজ্ঞা প্রদান করেন এবং জানান- জমিটি বিরোধপূর্ণ, আদালতে মামলা চলছে। ফলে সব নির্মাণকাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান। কিন্তু তাদের নিষেধ উপেক্ষা করে সিটি করপোরেশন কাজ অব্যাহত রাখলে তারা থানায় জিডি করেন। পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দিলেও পরে সিটি করপোরেশনের পক্ষ থেকে কাজ শুরু করে এখন শেষ করা হয়েছে। তিনি দাবি করেন, ৬০ ফুট লম্বা ও ৪ প্রশস্ত ওই রাস্তার পুরো অংশটি নেয়া হয়েছে দেবোত্তর সম্পত্তি থেকে। অথচ সেটি রাস্তার উভয়পাশ থেকে নেয়ার কথা ছিল। সিটি করপোরেশন কেবল রাস্তার কাজ করতে পারে। কখনো দেয়াল নির্মাণ করা তাদের কাজ নয়। তিনি অভিযোগ করেন, রাস্তা নির্মাণে এক পাশ থেকে জমি দখল করে অপর পাশের মালিকের কাছ থেকে টাকা নিয়ে ওই দেয়াল নির্মাণ করা হয়েছে। এতে করে ওই জমি বেদখল করায় মালিকের লাভ হয়েছে। তবে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল সাংবাদিকদের জানিয়েছেন, আমরা রাস্তা সম্প্রসারণের কাজ করছি। দেয়াল নির্মাণের কাজ সিটি করপোরেশন করেনি। দেয়াল নির্মাণ করেছে রাস্তার উভয় পাশের বাসিন্দারা। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন তারা প্রতিহিংসা পরায়ন হয়ে করছেন বলে দাবি করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status