দেশ বিদেশ

বিধ্বস্ত বিমানে ছিলেন শ্রীপুরের দুই দম্পতিসহ পাঁচজন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১০:০৯ পূর্বাহ্ন

নেপালে বিধ্বস্ত বিমানে ছিলেন গাজীপুর জেলার শ্রীপুরের দুই দম্পতিসহ পাঁচজন। দুই’জনের সন্ধান পেলেও এক শিশুসহ নিখোঁজ রয়েছেন তিনজন। বিমানে ছিলেন- উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মৃত শরাফত আলীর ছেলে ফারুক হোসাইন প্রিয়ক (৩২), তার স্ত্রী আলমুন নাহার এ্যানি (২৫), তাদের একমাত্র সন্তান প্রেয়সী তমাল (৪), একই গ্রামের মেহেদী হাসান অমি (৩৩) পেশায় ব্যবসায়ী ও তার স্ত্রী সাঈদা কামরন্নাহার স্বর্ণা আক্তার (২৫)। এদের মধ্যে ফারুক হোসাইন প্রিয়ক, তাঁর মেয়ে প্রেয়সী তমাল ও মামাতো ভাই মাসুমের স্ত্রী স্বর্ণা নিখোঁজ রয়েছেন। সোমবার দুপুরে নেপালে ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলার বিমানে ছিলেন তাঁরা। তাদের ভাগ্যে কি ঘটেছে এখনও জানতে পারেনি তাদের পরিবার। অনেক উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুণছেন তারা। উভয় পরিবারই ভ্রমণের উদ্দেশে নেপাল যাচ্ছিলেন বলে নিশ্চিত করেছেন ফারুকের বড় ভাই মো. লুৎফর রহমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status