দেশ বিদেশ

মানবতাবিরোধী অপরাধ: নোয়াখালীর ৪ আসামির রায় আজ

স্টাফ রিপোর্টার

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১০:০৮ পূর্বাহ্ন

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালীর ৪ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ। বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এ রায় ঘোষণা করবেন। এ মামলার আসামিরা হলেন- আমির আলী, মো. জয়নাল আবদিন, মো. আব্দুল কুদ্দুস ও আবুল কালাম ওরফে একেএম মনসুর। আসামিদের মধ্যে মনসুর পলাতক। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের তিনটি অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৬ই ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। রাষ্ট্রপক্ষে এ মামলায় শুনানি করেন প্রসিকিউটর জাহিদ ইমাম। আসামি পক্ষে ছিলেন আইনজীবী তরিকুল ইসলাম, মিজানুর রহমান, গাজী এমএইচ তামিম ও মাসুদ রানা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status