বাংলারজমিন

‘কৈতক হাসপাতালে ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করা হবে’

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৯:০৬ পূর্বাহ্ন

ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য, সরকারি প্রতিষ্ঠানবিষয়ক ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আওয়ামী লীগ সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলা, উপজেলা হাসপাতালের পাশাপাশি সকল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ কমিউনিটি ক্লিনিকগুলোকে স্বাস্থ্যসেবার উপযোগী করে গড়ে তুলেছে। প্রতিটি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি রোববার বিকালে কৈতক ২০ শয্যা হাসপাতাল পরিদর্শন, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হাসপাতালের ইনচার্জ ডাক্তার মোহাম্মদ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাক্তার আবু সালেহীন খানের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক আরো উল্লেখ করেন, কৈতক ২০ শয্যা হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, জনবল বৃদ্ধি, এম্বুলেন্স প্রদানসহ শিগগিরই ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করা হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status