বাংলারজমিন

কুমিল্লা রেলওয়ে ওভারপাস খুলে দেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৯:০৩ পূর্বাহ্ন

অবশেষে নির্ধারিত সময়ের প্রায় দেড় বছর পর কুমিল্লা নগরীর শাসনগাছায় নির্মিত রেলওয়ে ওভারপাস যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। সোমবার যানবাহন চলাচলের জন্য অনানুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার। সওজ সূত্রে জানা যায়, ২ লেন বিশিষ্ট সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে ৯৪ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ৬৩১.৫০ মি: দৈর্ঘ এবং ৮.৯৫ মি: প্রস্থের ওই ওভারপাসে ২৪টি স্প্যান ও ২৩টি পি.আর রয়েছে। ২০১৫ সালের ২৮ জানুয়ারি স্পেকটা ইঞ্জিনিয়ার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে এ প্রকল্পের কার্যাদেশ দেয়া হয়। ২০১৬ সালের ৩০ জুন এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ওভারপাসের উভয় পাশে এপ্রোচ সড়কের জন্য জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দেয়ায় নির্মাণ কাজের বিলম্ব হয়। তবে ওই এলাকায় যানজটে জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে সোমবার বড় ধরনের কোন আনুষ্ঠানিকতা ছাড়াই যানবাহন চলাচলের জন্য ওভারপাসটি খুলে দেয়া হয়। এ উপলক্ষে ওভারপাসের রেইসকোর্স ও শাসনগাছার উভয় প্রান্তে পথসভার আয়োজন করা হয়। এ সময় আরও বক্তব্য রাখেন, কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজিজুর রহমান, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরুন আলো চাকমা, নির্বাহী প্রকৌশলী মো. মোফাজ্জল হায়দার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুসিকের প্যানেল চেয়ারম্যান জমির উদ্দিন খান জম্মি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ও কুসিকের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, কাউছারা বেগম সুমি প্রমুখ নেতৃবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status