বিনোদন

আবার সেন্সরে মাহির ‘পবিত্র ভালোবাসা’

স্টাফ রিপোর্টার

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৮:৪৪ পূর্বাহ্ন

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেন্সরে জমা হয় মাহিয়া মাহি অভিনীত ছবি ‘পবিত্র ভালোবাসা’। জমা দেয়ার পর ছবিটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখেন এবং ছবিতে ব্যবহৃত কিছু দৃশ্যের বিষয়ে আপত্তি জানান। মূলত এ কারণে এখনো ছবির সেন্সর ছাড়পত্র সার্টিফিকেট হাতে পাননি বলে মানবজমিনকে জানান এ ছবির পরিচালক এ কে সোহেল। তিনি বলেন, সেন্সর বোর্ডের সম্মানীত সদস্যরা ছবির কিছু দৃশ্যে আপত্তি জানিয়েছিলেন। তাই সেগুলো কর্তন করে ছবিটি আবার সেন্সরে জমা দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আগামী কিছুদিনের মধ্যে ছবিটি পুনরায় সেন্সরে জমা দেবো। আশা করি, এবার দ্রুত আমরা এ ছবির ছাড়পত্র হাতে পাবো। এ কে সোহেল পরিচালিত এ ছবিতে মাহিয়া মাহি ছাড়াও চমক হিসেবে থাকছেন ফেরদৌস ও মৌসুমী। প্রথমবারের মতো একই ছবিতে দেখা যাবে এই তিন তারকাকে। হিন্দু-মুসলিমের প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে রোমান্টিক ঘরানার এই ছবি। এতে মাহি মুসলিম তরুণীর চরিত্রে অভিনয় করছেন এবং অন্যদিকে নবাগত রোকনকে হিন্দু ছেলের চরিত্রে দেখা যাবে।
রোকনই মাহির বিপরীতে নায়ক হিসেবে এ ছবিতে কাজ করেছেন। পরিচালনার পাশাপাশি ‘পবিত্র ভালোবাসা’র কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন এ কে সোহেল। এদিকে মাহি বর্তমানে বেশকিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত। কয়েকদিন আগে ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’ ছবির কাজ শেষ করলেন তিনি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা বনি। মাহি বদিউল আলম খোকনের ‘অন্ধকার জগৎ’ নামের নতুন ছবিতে ডিএ তায়েবের বিপরীতে বর্তমানে অভিনয় করছেন। এছাড়া মাহি রবিন খানের ‘মন দেব মন নেব’ ছবিরও কাজ শেষ করেছেন। এ ছবিতে তার নায়ক হিসেবে অভিনয় করেছেন শিবলী নওমান। মাহি অভিনীত ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিটি সমপ্রতি সেন্সরে
জমা হয়েছে। এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। একই পরিচালকের ‘আনন্দ অশ্রু’ নামেও একটি ছবির বেশকিছু অংশের কাজ শেষ করেছেন মাহি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status