খেলা

সিরিজে সমতায় ফিরলো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক

১২ মার্চ ২০১৮, সোমবার, ৩:৪৪ পূর্বাহ্ন

পোর্ট এলিজাবেথ টেস্টে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা। সেইন্ট জর্জেস পার্ক মাঠে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসেও সর্বোচ্চ ২৮ রান আসে এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। ওয়ানডাউন ব্যাটসম্যান হাশিম আমলা করেন ২৭ রান। বল হাতে ১১ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার কুড়ান পেসার কাগিসো রাবাদা।
১৮০/৫ সংগ্রহ নিয়ে ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। তবে সোমবার দিনের প্রথম সেশনেই অবশিষ্ট পাঁচ উইকেট খোয়ায় অজিরা। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডির সাফল্যে ২৩৯ রানে গুঁড়িয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। এতে চতুর্থ ইনিংসে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ১০১ রানের। ম্যাচের উভয় ইনিংসে পাঁচ উইকেটের কৃতিত্ব দেখালেন কাগিসো রাবাদা। প্রথম ইনিংসে ৯৬ রানে পাঁচ উইকেট নেন এ প্রোটিয়া পেসার। আর দ্বিতীয় ইনিংসে  ২২ ওভারের স্পেলে ৫৪ রানে রাবাদার শিকার ৬ উইকেট। অপর পেসার লুঙ্গি এনগিডি নিয়েছেন তিন উইকেট। পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২৪৩ রান। জবাবে এবি ডি ভিলিয়ার্সের হার না মানা সেঞ্চুরিতে (১২৬*) প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ পৌঁছে ৩৮২ রানে। চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ডারবানে ১১৮ রানে জয়ী হয় সফররত অস্ট্রেলিয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status