বাংলারজমিন

বগুড়ায় পোস্ট অফিসে ডাকাতি, আটক ২

বগুড়া প্রতিনিধি

১২ মার্চ ২০১৮, সোমবার, ৯:৪৩ পূর্বাহ্ন

বগুড়ায় অভিনব কায়দায় পোস্ট অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা লকার ভেঙে টাকা নিয়ে পালানোর চেষ্টা করলে আশপাশে থাকা সাধারণ মানুষ টের পেয়ে দুই ডাকাতকে ধরে ফেলে। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। গতকাল রোববার দুপুরে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা পোস্ট অফিসে এই ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার দুপুর দেড়টার দিকে অপরিচিত দুই ব্যক্তি উপজেলা পোস্ট অফিসে যায়। তারা পোস্ট মাস্টার জাহানুর ইসলামকে থানার লোক পরিচয় দিয়ে ওসি সাহেব থানায় ডেকেছেন বলে জানায়। ওই সময় তারা মোবাইলে ফোন দিয়ে পোস্ট মাস্টারকে কথা বলতে বলে। মোবাইলের অপর প্রান্ত থেকে শিবগঞ্জ থানার ওসি পরিচয় দিয়ে পোস্ট মাস্টারকে থানায় আসতে বলে। পোস্ট মাস্টার দেরি না করে শিবগঞ্জ থানায় যান। এর মধ্যেই থানার লোক পরিচয়ে বসে থাকা দুই ব্যক্তি অফিসে থাকা পেকার বাদলকে রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর অফিসের লকার ভেঙ্গে ফেলে। লকারে থাকা ৪ লাখ টাকা বের করে নেয় দুই ডাকাত।
এদিকে পেকার শ্রী বাদল চন্দ্র রাজভর ডাকাতদের ধরতে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর অফিসের আশেপাশে থাকা সাধারণ মানুষ বাদলের চিৎকার শুনতে পায়। ৪-৫ ব্যক্তি পোস্ট অফিসের দিকে এগিয়ে আসে। এসে তারা বাদলকে রশি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। সেই সঙ্গে ডাকাতের দুই সদস্যকে অফিস কক্ষে দেখতে পেয়ে তারা ওই দুইজনকে ধরে ফেলে। এ সময় সাধারণ মানুষ দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় পোস্ট অফিসের সামনে থাকা একটি নীল রং এর মাইক্রোবাস যোগে ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যায়। পুলিশ দুই ডাকাতকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, জনগণের হাতে আটক ঢাকার ওয়ারী এলাকার হান্নান, সূত্রাপুর কলতাবাজার এলাকার সাব্বিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতারক চক্রের অন্য সদস্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status