খেলা

জয় দিয়ে প্রস্তুতি সারলো বার্সা-চেলসি

স্পোর্টস ডেস্ক

১২ মার্চ ২০১৮, সোমবার, ৯:৩৮ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে জয়ে প্রস্তুতি সারলো এফসি বার্সেলোনা ও চেলসি। শনিবার লা লিগা ও প্রিমিয়ার লীগের নিজ নিজ ম্যাচে জয় দেখে দু’দল। চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আগামী বুধবার ন্যু ক্যাম্প মাঠে মুখোমুখি হবে বার্সা-চেলসি।
শেষ ষোলোর প্রথম লেগে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল। শনিবার স্প্যানিশ লা লিগায় লুইস সুয়ারেজ ও ফিলিপ্পে কুটিনহোর গোলে মালাগাকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। এ জয়ে চলতি লা লিগায় শিরোপা জয়ের পথে আরো এগিয়ে গেল তারা। লীগে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১১ ও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চেয়ে পরিষ্কার ১৫ পয়েন্টে এগিয়ে রয়েছে কাতালানরা। চলতি আসরে ২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্র্ষে বার্সেলোনা। এক ম্যাচ কমে ৬১ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার মালাগার বিপক্ষে খেলেননি বার্সার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যায় বার্সা। বাঁ-দিক থেকে জর্দি আলবার ক্রস থেকে হেডে গোল করেন লুইস সুয়ারেজ। চলতি লা লিগায় ২১তম গোল নিয়ে গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এ উরুগুইয়ান স্ট্রাইকার। আর ২৪ গোল নিয়ে তালিকার শীর্ষে লিওনেল মেসি। পরে ম্যাচের ২৮তম মিনিটে দলের পক্ষে দ্বিতীয় এবং শেষ গোলটি করেন ফিলিপ্পে কুটিনহো। ডান দিক থেকে উসমান ডেম্বেলের পাস থেকে ব্যাকহিলে চমৎকার গোল করেন গত জানুয়ারিতে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেয়া এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর দুই মিনিট পর জর্দি আলবাকে পেছন থেকে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মালাগার স্প্যানিয়ার্ড খেলোয়াড় স্যামুয়েল গার্সিয়া।
শেষ চারের আশা জিইয়ে রাখলো ব্লুরা
শনিবার উইলিয়ানের গোলে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারায় চেলসি। এ জয়ে পয়েন্ট তালিকায় শেষ চারে ওঠার আশা জিইয়ে রাখলো ব্লুরা। চলতি লীগে ৩০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছে কোচ আন্তোনিও কন্তের চেলসি। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট বেশি নিয়ে তালিকার চারে টটেনহ্যাম হটস্পার। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে সবার উপরে ম্যানচেস্টার সিটি। এদিন ক্রিস্টাল প্যালেসের গোল পোস্টে ২৭টি শট নেয় চেলসি। যা চলতি আসরে চেলসির প্রতিপক্ষের গোল পোস্টে সর্বাধিক শট নেয়ার রেকর্ড এটি। এর আগে গত মৌসুমে সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল পোস্টে ২৮টি শট নিয়েছিলো ব্লুরা। এদিন ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় চেলসি। ডি-বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে জোরালো শটে গোল করেন উইলিয়ান। এ নিয়ে চলতি মৌসুমে চেলসির জার্সি গায়ে ১৩তম গোল করেন এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার। আর সব প্রতিযোগিতায় সর্বশেষ ১০ ম্যাচে ৫ গোল করলো চেলসি। পরে ম্যাচের ৩২ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে চেলসি। ব্লুদের ডিফেন্ডার দাভিদ জাপ্পকস্তার ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালে বল জড়ান ক্রিস্টাল প্যালেস ডিফেন্ডার মার্টিন কেরি। পরে ম্যাচের শেষ মিনিটে সফরকারীদের হয়ে একমাত্র গোলটি করেন ভ্যান আনহোল্ট। এটি ছিল চলতি প্রিমিয়ার লীগের ৮০০তম গোল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status