দেশ বিদেশ

খালেদা জিয়ার জামিনের ব্যাপারে সরকারের কোনো হাত নেই: সেতুমন্ত্রী

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

১২ মার্চ ২০১৮, সোমবার, ৯:২৯ পূর্বাহ্ন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, খালেদা জিয়ার জামিনে সরকারের কোনো হাত নেই। এটা আদালতের বিষয়, আদালত যেকোনো সময় যাকে খুশি জামিন দিতে পারেন। রোববার সকালে দাউদকান্দির মেঘনা-গোমতী দ্বিতীয় সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে না আসলে তাদের নিবন্ধন বাতিল হবে। তাদের দলীয় পরিচয় থাকবে না। তাই তারা নির্বাচনে আসবে কি আসবে না- এটা তাদের বিষয়। সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মেঘনা, গোমতী তিনটি ব্রিজের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। ব্রিজ তিনটি যথাসময়ের আগেই নির্মাণ হবে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটের দৃশ্যপট বদলে যাবে। জনগণকে অনুরোধ করবো আরো কিছুদিন ধৈর্য ধরুন। এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপদের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ, পৌর প্যানেল-১ মেয়র রকিব উদ্দিন ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status