এক্সক্লুসিভ

ডিএসইতে ২০ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার

১২ মার্চ ২০১৮, সোমবার, ৮:৫০ পূর্বাহ্ন

সপ্তাহের প্রথম দিন দেশের দুই পুঁজিবাজারে সূচকে বড় পতন হয়েছে; সেই সঙ্গে লেনদেনও কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২৩৬ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের দিনের (বৃহস্পতিবার) চেয়ে 
৩৭ কোটি ১৭ লাখ টাকা কম। এই লেনদেন গত ২০ মাসের মধ্যে কম। এর আগে এর চেয়ে কম লেনদেন হয়েছিল ২০১৬ সালের ১০ই জুলাই। সেদিন লেনদেন হয়েছিল ২০৯ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে, যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত ছিল। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টির। ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৫৪ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৭৭৩ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৯.২১ পয়েন্ট কমে প্রায় ১ হাজার ৩৬৩ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১৭.৬৪ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২ কোটি ৩২ লাখ টাকা কমে ১২ কোটি ৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে থাকা ২২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ১৬২টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৩৮ পয়েন্ট কমে ১৭ হাজার ৮৬২ পয়েন্টে অবস্থান করছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status