বাংলারজমিন

মুন্সীগঞ্জে শিক্ষকদের ধর্মঘট

মুন্সীগঞ্জ প্রতিনিধি

১২ মার্চ ২০১৮, সোমবার, ৮:০৯ পূর্বাহ্ন

বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে মুন্সীগঞ্জে অবিরাম ধর্মঘট পালন করছেন শিক্ষকরা। গতকাল সকাল থেকে জেলার সকল বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই অবিরাম ধর্মঘট চলছে। এদিকে, আগামী ১৪ই মার্চ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বেসরকারি শিক্ষক সমিতি। অবিরাম ধর্মঘট চলাকালীন গতকাল দুপুর ১২টায় মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভার সভাপতি ও ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল হক রিয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বেরসকারি শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি ফজলুল করিম ভূঁইয়া, হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ননী গোপাল ঘোষসহ সদর উপজেলার বিভিন্ন বেসকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। এ সময় শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ ১১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানায় শিক্ষকরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status