অনলাইন

বাংলাদেশী সমর্থকের ওপর লঙ্কানদের হামলা

অনলাইন ডেস্ক

১১ মার্চ ২০১৮, রবিবার, ১১:০৪ পূর্বাহ্ন

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির ম্যাচে ২১৫ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য তাড়া করে অভাবনীয় জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা। সাবেক অধিনায়ক মুশফিকুর রহীমের ৩৫ বলে ৭২ রানের বীরোচিত ইনিংসে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ২ বল আর ৫ উইকেট হাতে রেখেই পরাজয়ের স্বাদ দেয় টিম বাংলাদেশ। তবে ম্যাচ শেষে গ্যালারিতে অবতারণা হয় এক অনাহুত ঘটনার। জয় উদযাপনরত বাংলাদেশি সমর্থকদের ওপর হুট করেই হামলা চালান শ্রীলঙ্কান দর্শকরা। হামলার শিকার হওয়া সমর্থকরা সবাই বাংলাদেশের সমর্থকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সদস্য। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে গ্যালারিতে অবস্থান করছিলেন বিসিএসএ-র সদস্যরা। এমন সময় তুহীন নামের এক সদস্যের ওপর আচমকা চড়াও হন শ্রীলঙ্কান সমর্থকরা। এ সময় শাসানো হয় বাংলাদেশী সমর্থকদের। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। ঝামেলা থামাতে মাঠে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটে আসেন ঘটনাস্থলে। এরপর পরিস্থিতি শান্ত হয়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার ক’জন সমর্থক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status