দেশ বিদেশ

ওবায়দুল কাদেরের দিল্লি সফর এখনো চূড়ান্ত হয়নি

কূটনৈতিক রিপোর্টার

১১ মার্চ ২০১৮, রবিবার, ৯:৫২ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দিল্লি সফর এখনো চূড়ান্ত হয়নি। গত কয়েক মাস ধরে ওই সফর নিয়ে আলোচনা ও প্রস্তুতি চলছে। এ নিয়ে নানারকম রিপোর্টও ছাপা হচ্ছে। সর্বশেষ, ১০ই মার্চ দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তার দিল্লি যাওয়ার খবর চাউর হয়েছিল। কিন্তু আদতে তা হয়নি। নির্বাচনী বছরে সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দলের ভারত সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র আলোচনা রয়েছে। দিল্লি সূত্র বলছে, ওবায়দুল কাদেরের ভারত সফরটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এটি দু’দেশের রাজনৈতিক দল পর্যায়ে বন্ধুত্বপূর্ণ সফর। এটি হবে শিগগির, তবে এখনই দিনক্ষণ বলা যাচ্ছে না। নির্বাচনের বছরে সফরটি হলেও এর সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের বিশেষ সম্পর্ক বা তাৎপর্য নেই। ওই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ এনডিএ জোটের অনেকের সঙ্গেই আওয়ামী লীগ প্রতিনিধি দলের সাক্ষাৎ-বৈঠক হবে। দিল্লি সূত্র এ-ও বলছে, আওয়ামী লীগ প্রতিনিধি দলের সফরটি একান্তই দলীয় সফর, এর সঙ্গে সরকারের কিছু নেই। আওয়ামী লীগের সঙ্গে ভারতের কংগ্রেসের গভীর বন্ধুত্ব রয়েছে উল্লেখ করে এক কূটনীতিক বলেন, এটি খারাপ কিছু নয়। ২০১৩ সালে বেগম খালেদা জিয়া প্রতিনিধি নিয়ে ভারত সফর করেছিলেন। ভারত সকল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে চলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য ভারত উন্মুক্ত। এ দেশের গণতান্ত্রিক ব্যবস্থাতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। দিল্লির নীতিতে জনগণের পর্যায়ে সম্পর্কই প্রাধান্য পায়, বিশেষ কোনো রাজনৈতিক দল নয়। তাই এখানকার সব রাজনৈতিক দলের সঙ্গেই সম্পর্ক রয়েছে ভারতের।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status