দেশ বিদেশ

রাইড শেয়ারিংয়ে নতুন সংযোজন ‘মেট্রো সিএনজি অ্যাপ’

স্টাফ রিপোর্টার

১১ মার্চ ২০১৮, রবিবার, ৯:৫১ পূর্বাহ্ন

পাঠাও-উবারের মতো এবার অ্যাপস প্রথায় আওতায় চলে এসেছে সিএনজি চালিত অটোরিকশা। রাজধানী ঢাকাসহ বন্দর নগরী চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে অ্যাপ ভিত্তিক সিএনজি সার্ভিস ‘মেট্রো সিএনজি অ্যাপ’। গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই রাইড শেয়ার অ্যাপটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা খুব সহজেই উপযুক্ত ভাড়ায় তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে। লিখিত বক্তব্যে মেট্রো ট্রান্সপোর্ট আইটি সলিউশন লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মিয়া মো. মঈন উদ্দীন বলেন, যানজটের কারণে আগে সিএনজি চালকেরা গড়ে ৬-৭টি ট্রিপ দিতে পারলেও এখন এই অ্যাপের মাধ্যমে ট্রিপের সংখ্যা দ্বিগুণ হবে। সিএনজি চালকদের আয়ও বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, অ্যাপ নির্ভর এই সিএনজি ভাড়া প্রথম দুই কিলোমিটার ৪০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার ১২ টাকা করে। আর ওয়েটিং চার্জ প্রতি মিনিট দুই টাকা। এই অ্যাপে যাত্রী ও চালকের নিরাপত্তার জন্য আছে জরুরি এসওএস বাটন। যাতে কোনো বিপদের আশঙ্কা মাত্র যাত্রীরা ৯৯৯-এ কল করতে পারবেন। এই সেবায় চালকেরা ডিমান্ড স্পট বাটনের মাধ্যমে কোন এলাকায় সবচেয়ে বেশি যাত্রী আছে তা দেখতে পারবেন। যেকোনো এন্ড্রয়েড মোবাইলের প্লে-স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রামে মেট্রো সিএনজি অ্যাপের মাধ্যমে প্রায় ২শ’ অটোরিকশা চলাচল করবে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মেট্রো সিএনজির চেয়ারম্যান ও সিইও খোন্দকার আবু জাফর, ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান, সিএনজি অটোরিকশা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ব্যারিস্টার শাহরিয়ার রাকিব খান ও মিডিয়া উপদেষ্টা কামাল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status