দেশ বিদেশ

বিভিন্ন জেলায় স্ট্রোক রোগ সম্পর্কে জরিপ কার্যক্রম

স্টাফ রিপোর্টার

১১ মার্চ ২০১৮, রবিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

বিভিন্ন জেলায় স্ট্রোক রোগ নির্ণয় এবং এই রোগের চিকিৎসা সম্পর্কে জরিপ কার্যক্রম শুরু করেছে রিসার্চ ফর ডেভেলপমেন্ট নামে একটি বেসরকারি সংস্থা। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের নির্দেশনায় দেশের ৮টি বিভাগীয় শহর এবং ৬৪টি জেলা শহরে একযোগে এই কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে এটা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিচালিত হবে। এদিকে এই জরিপ কাজের অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘সার্ভে অন স্ট্রোক পেশেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। আরো বক্তব্য রাখেন একই প্রতিষ্ঠানের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম, অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা, অধ্যাপক ডা. জহিরুল হক। রিসার্চ ফর ডেভেলপমেন্টের প্রধান ইনভিস্টিগেটর ডা. এ কে জাহাঙ্গীর চৌধুরী ও কো-ইনভিস্টিগেটর নূর মোহাম্মদ জরিপ কার্যক্রমের প্রশ্নমালা, তথ্যসংগ্রহ পদ্ধতি, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। বিজ্ঞপ্তি
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status