দেশ বিদেশ

বঙ্গবন্ধুর জন্মদিনে বিনামূল্যে সুন্নতে খৎনার সুযোগ ইনসাফ বারাকাহ্‌ কিডনি হাসপাতালে

স্টাফ রিপোর্টার

১১ মার্চ ২০১৮, রবিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিনা খরচে সুন্নতে খৎনার (মুসলমানি) সুযোগ দেবে রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। ৮ই মার্চ বিশ্ব কিডনি দিবস, ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের অংশ হিসেবে সুন্নতে খৎনা করা হবে। এ ছাড়া ৮ই মার্চ থেকে ৮ই এপ্রিল পর্যন্ত ৮শ’ টাকায় রোগীরা চেকআপ করার সুযোগ পাবেন। (সিবিসি, সিরাম, ক্রিটিনিন, আরবিএস, ইউরিন আর/ই ও আল্ট্রাসনোগ্রাম) করার সুযোগ দেয়া হবে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এই হেলথ প্যাকেজ। এটি অন্য সময়ে ৩২শ’ টাকা লাগে। কিডনি সম্পর্কিত ১০ জন হতদরিদ্র গরিব রোগীকে ফ্রি অপারেশন (মেডিসিন ছাড়া) করা হবে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি আরো জানান, মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেয়া হবে। ক্যাম্পে রেজিস্ট্রেশনভুক্ত রোগীদের কিডনি সম্পর্কিত সিরাম ক্রিটিনিন, আরবিএস, ইউরিন আর/ই, পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করা, ডেন্টাল চেকআপ ফ্রি করা ও বিভিন্ন অপারেশনে ৩০ শতাংশ, পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেয়া হবে। সংবাদ সম্মেলনে জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. ফিরোজ খান বলেন, বাংলাদেশে রোগীর তুলনায় নেফ্রোলজিস্ট ও ইউরোলজিস্ট খুবই কম। এখন ১৭০ জন নেফ্রোলজিস্ট (কিডনি সম্পর্কিত) ও ২৫০ জন ইউরোলজিস্ট রয়েছেন। থাকার দরকার ছিল উভয় পদেই এক হাজার করে। হাসপাতালটি থেকে সকল সেবা পেতে ৪৯৩৫০১৮০, ০১৯৭৮-০৯৮০৮১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালটির উপ-ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন, জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আকন্দ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status