খেলা

লিভারপুলকে হারিয়ে রেকর্ড সমৃদ্ধ ম্যানইউ’র

স্পোর্টস ডেস্ক

১১ মার্চ ২০১৮, রবিবার, ৯:৪০ পূর্বাহ্ন

নিজ মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের গর্বের এক রেকর্ড সমৃদ্ধ হলো আরো। ওল্ড ট্র্যাফোর্ড মাঠে প্রথমার্ধে এগিয়ে বিরতিতে যাওয়া ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড হারে না দীর্ঘ ৩৪ বছর। সর্বশেষ ১৯৮৪তে এখানে প্রথমার্ধে এগিয়ে শেষে ইপ্সউইচ টাউনের কাছে ২-১ গোলে হার দেখেছিল তারা। গতকাল ইংলিশ ফুটবল ডার্বিতে লিভারপুলের বিপক্ষে ২-১ গোলে জয় কুড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। এতে চলতি ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রাখলো রেড ডেভিলখ্যাত ম্যানইউ। শনিবার ম্যাচের ৬৬তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার এরিক বেইলির আত্মঘাতী গোলে ম্যাচে আশা জেগেছিল অলরেড খ্যাত লিভারপুলের। তবে শেষ পর্যন্ত ম্যাচের পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কোচ হোসে মরিনহোর দল। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে গত পাঁচ মাসে এটি বেইলির প্রথম ম্যাচ। গত নভেম্বরে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ম্যানইউর এ আইভরিয়ান ডিফেন্ডার। গতকাল লিভারপুলের বিপক্ষে ম্যাচের শুরুর আধাঘণ্টায়ই পরিষ্কার ২-০ গোলে এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড । নিজ মাঠে ম্যাচের চতুর্থ মিনিটে মার্কাস রাশফোর্ডেও গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। আর ২৪তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করেন রাশফোর্ড। গত ২৬ ডিসেম্বরের পর ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুর একাদশে প্রথমবার সুযোগ পেলেন এ তরুণ ইংলিশ স্ট্রাইকার। নিজেদের ওল্ড ট্র্যাফোর্ড মাঠে এই ম্যাচে পল পগবাকে বাইরে রেখে একাদশ সাজান ম্যানইউ কোচ হোসে মরিনহো। পগবার জায়গায় একদাশে সুযোগ নেন স্প্যানিয়ার্ড মিডফিল্ডার হুয়ান মাতা। ইংলিশ শীর্ষ ফুটবল লীগে সর্বাধিক ২০ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটে ও দ্বিতীয় সর্বাধিক ১৮ বারের শিরোপাজয়ী লিভারপুল প্রথমবার মুখোমুখি হয় ১২৪ বছর আগে। আর চলতি প্রিমিয়ার লীগে ৩০ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৬৫ পয়েন্ট। সমান ম্যাচে ও ৬০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status