খেলা

অবশেষে জরিমানা গার্দিওলার

স্পোর্টস ডেস্ক

১১ মার্চ ২০১৮, রবিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

বুকে হলুদ ফিতা পরে মাঠে আসায় দলটির কোচ পেপ গার্দিওলাকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। কিছুদিন আগে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে খেলার সময় কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে জামায় হলুদ ফিতা পরিধান করে ডাগআউটে দাঁড়ান পেপ গার্দিওলা। গত নভেম্বরে এফএ কাপের ম্যাচে জামায় হলুদ ফিতা বেঁধে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা। ম্যাচ শেষ হলুদ ফিতা বেঁধেই সংবাদ সম্মেলনে গিয়েছিলেন এ স্প্যানিয়ার্ড কোচ। কিন্তু ফিতাটা যে রাজনৈতিক বার্তা বহন করছে গণমাধ্যমের কাছে সেটা শুরুর দিকে অস্বীকার করেন তিনি। এমন কি ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তার বিরুদ্ধে অভিযোগ আনলেও তা নাকচ করে দেন গার্দিওলা। তবে একপর্যায়ে শুনানির জন্য তাকে ডেকে পাঠানো হয়। তোপের মুখে গত সপ্তাহে নিজের দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেন বার্সেলোনার সাবেক এ কোচ। কিন্তু শাস্তি এড়াতে গার্দিওলার অনুশোচনাও যথেষ্ট ছিল না। হলুদ ফিতা বেঁধে ডাগ আউটে দাঁড়ানোয় এবং একইভাবে সংবাদ সম্মেলন করায় বিশ হাজার পাউন্ড জরিমানা করেছে এফএ। এর পাশাপাশি স্প্যানিশ এ কোচকে সতর্কও করা হয়েছে যাতে তিনি মাঠে রাজনৈতিক কোনো বার্তা বহন না করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status