এক্সক্লুসিভ

ঢাবি অ্যালামনাইয়ের বার্ষিক সভা অনুষ্ঠিত

তরুণদের যোগ্যতার ঘাটতি নেই, সুযোগ দিলে অনন্য স্বাক্ষর রাখবে: ভিসি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

১১ মার্চ ২০১৮, রবিবার, ৮:৪৮ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, এদেশের তরুণদের মেধা ও যোগ্যতার কোনো ঘাটতি নেই। সুযোগ করে দিলে তারা সারা বিশ্বে মেধার অনন্য স্বাক্ষর রাখতে পারবে। সে কাজটিই বিশ্ববিদ্যালয় অ্যালামনাই করে যাবে বলে আশা রাখি। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলানায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছার, সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান বাবু, অর্থ কমিটির আহ্বায়ক আনোয়ারুল আলম পারভেজ, কোষাধ্যক্ষ দেওয়ান রাশেদুল হাসান প্রমুখ। এ সময় এসোসিয়েশনের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন মহাসচিব রঞ্জন কর্মকার। ভিসি বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মেধাবী সন্তানেরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। অর্থের অভাবে তারা কোনোভাবেই যেন পিছিয়ে না পড়ে সেজন্য অ্যালামনাই বৃত্তির ব্যবস্থা করেছে। এর নেপথ্যে একটি চেতনা ও দর্শন আছে। সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় অ্যালমনাই এসোসিয়েশনের সভাপতি একে আজাদ বলেন, আমরা পর্যবেক্ষণ করে দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করতে আসে তাদের ৯৫ ভাগ নিম্ন বা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। যাদের পরিবার লেখাপড়ার খরচ যোগাতে পুরোপুরি সক্ষম নয়। আমরা তাদের সার্বিকভাবে সহোযোগিতা করছি। তিনি আরো বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় লাইব্রেরির আসন সংখ্যা, বই, কম্পিউটার সংখ্যা সীমিত। তাছাড়া টিএসসি’র টয়লেটের সমস্যা এবং ব্যবহার না হওয়া একটি সুইমিংপুল আছে। যেগুলো কিছুদিনের মধ্যেই আমরা সংস্কার করবো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে মেডিকেল সেন্টার উন্নতিকরণ এবং হলগুলোর সকল সমস্যার সমাধানে অ্যালামনাই ভূমিকা রাখবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status