বাংলারজমিন

মৌলভীবাজারে উদ্বোধন হচ্ছে হাট বাজার সুপার শপ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১১ মার্চ ২০১৮, রবিবার, ৮:৪৭ পূর্বাহ্ন

লন্ডন ও ঢাকার পর হাট বাজার এখন মৌলভীবাজারে। বিদেশি সুপার শপের আদলে মৌলভীবাজার শহরে যাত্রা শুরু করছে হাট বাজার সুপার শপ। শহরের বেরীর পাড়, সিলেট রোডস্থ এমআর টাওয়ারে বিশাল পরিসরে এ শপটির অবস্থান। গতকাল দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এই ব্যবসা প্রতিষ্ঠানের নানা তথ্য তুলে ধরেন হাট বাজার সুপার শপের চেয়ারম্যান মৌলভীবাজারের কনপুরের শাহরিয়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মো. আবু মিয়া। তিনি জানান, শপটিতে এক ছাদের নিচে একসঙ্গে মিলবে ১৬ হাজার পণ্য। থাকছে দেশি বিদেশি নানা ব্র্যান্ডের প্রয়োজনীয় পণ্য। মাছ, মাংস, সবজি, ফল, বিস্কুট, বেবিফুড, ফাস্টফুড, প্রসাধনীসহ রান্নাঘর থেকে সাজঘরের যাবতীয় পণ্যই এখানে সুলভ মূল্যে মিলবে। এই ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমানে শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। নানাভাবে ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট আরো দুই শতাধিক মানুষের কর্মসংস্থান হচ্ছে। আগামীকাল এই ব্যবসা প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন দেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পী মমতাজ বেগম এমপি। চলচিত্র তারকা মৌসুমী ও ওমর সানী। ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা। থাকছেন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় মো. আবু মিয়া জানান উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য পণ্যের ক্রয়মূল্যের উপর ৫ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। তাছাড়া ১ হাজার টাকার পণ্য ক্রয় করলে ক্রেতারা পচ্ছেন একটি লটারী কুপন। যাতে মোটরসাইকেল, ফ্রিজসহ থাকছে আর্কষণীয় পুরস্কার। ১২ই মার্চ সোমবার রাত ৯টার দিকে এই লটারী কুপনের ড্র অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাট বাজার সুপার শপের জেনারেল ম্যানেজার মোখলেছুর রহমান ভূইয়া, ম্যানেজার মো. আলমগীর হোসেন, আবু হুরায়রা, হাট বাজার লন্ডন শাখার ম্যানেজার আলমগীর খান ও বাবুল আহমদ, মৌলভীবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status