বিনোদন

‘বাংলাদেশ সিনে স্টার ফোরাম’-এর আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার

১১ মার্চ ২০১৮, রবিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

চলচ্চিত্রের তারকা শিল্পী-কুশলীদের নিয়ে নতুন আরেকটি সংগঠন আত্মপ্রকাশ করলো। এর নাম ‘বাংলাদেশ সিনে স্টার ফোরাম’। এ উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবে গতকাল বিকাল ৪টায় এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এই ফোরামের সভাপতি হিসেবে শফি বিক্রমপুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন। গত ২০১৬ সালের ২৩শে জানুয়ারি প্রয়াত নায়করাজ রাজ্জাকের ৭৫তম জন্মদিনের অনুষ্ঠানে চলচ্চিত্রের অতীত ও বর্তমান বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে একপর্যায়ে চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী প্রস্তাব করেন একটি সংগঠন করার। এমনটিই গতকালের অনুষ্ঠানে জানিয়েছেন তিনি। এ চলচ্চিত্রকার আরো জানান, ১৯৫৬ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত চলচ্চিত্রের প্রথম ২৫ বছরে যে সকল পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালকসহ নানান শাখায় শিল্পী-কলাকুশলীরা বেঁচে আছেন তাদের নিয়েই এই সংগঠন করার উদ্দেশ্য ছিল। এরই মধ্যে আমরা নায়করাজ রাজ্জাক, গায়ক আবদুল জব্বার, গায়িকা শাম্মী আখতার, অভিনেতা সিরাজ হায়দারসহ অনেককে হারিয়ে ফেলেছি। বর্তমানে যারা আছেন সকলের সঙ্গে আলোচনা করে গত বছরের ৩রা আগস্ট এই ফোরাম করার সিদ্ধান্ত নেয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করলো ‘বাংলাদেশ সিনে স্টার ফোরাম’। সংগঠনের সদস্য হিসেবে একুশে পদক পাবার জন্য সংগীতশিল্পী খুরশিদ আলম, ইন্দ্রমোহন রাজবংশী এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে চিত্রনায়ক বাপ্পারাজ ও পরিচালক ছটকু আহমেদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ফোরামের সহ-সভাপতি হিসেবে রয়েছেন আজিজুর রহমান, কোহিনূর আক্তার সুচন্দা, খুরশীদ আলম, আহমেদ শরীফ, আহসান উল্লাহ মনি, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিন্টু, অর্থ বিষয়ক সম্পাদক রুমি কিসলু, সাংগঠনিক সম্পাদক আবু মুসা দেবু এবং প্রচার-প্রকাশনা সম্পাদক দিলারা ইয়াসমিন। ১২ জন কার্যনির্বাহী সদস্য ছাড়াও এ সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন সৈয়দ হাসান ইমাম, আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, বেগম কবরী, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আবদুল হাদী, আজাদ রহমান, মাসুদ পারভেজ, উজ্জল, ফারুক, আলমগীর, ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর, দেলোয়ার জাহান ঝন্টু, আবদুল লতিফ বাচ্চু।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status