শরীর ও মন

গর্ভবতী মা ও শিশুদের দন্ত চিকিৎসায় মার্কারির ব্যবহার বন্ধের ঘোষণা

স্টাফ রিপোর্টার

১০ মার্চ ২০১৮, শনিবার, ১২:১১ অপরাহ্ন

গর্ভবতী মা ও শিশুদের দন্ত চিকিৎসায় মার্কারির ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। ২০১৮ সালের জুন মাসের মধ্যে এই পণ্যের ব্যবহার বন্ধে সকল ডেন্টাল সার্জনদের প্রতি আহ্বান জানায় সংস্থাটি। আজ শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এনভায়রণমেন্টাল এন্ড স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এর সহযোগিতায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। এসময় এসডো’র চেয়ারম্যান ও সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদ বলেছেন, মিনামাটা কভেনশনটি যেহেতু আন্তর্জাতিক কোর্টে যুক্ত হয়েছে তাই মিনামাটা কনভেশনের স্বাক্ষরকারী দেশ হিসেবে ২০২০ সালের মধ্যে মার্কারিযুক্ত সকল পণ্যের ব্যবহার ও আমদানি বন্ধের ক্ষেত্রে সরকারের কাছে আবেদন জানাই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবুল কাশেম, মহাসচিব ডা. হুমায়ুন কবির বুলবুল, এসডো’র সেক্রেটারি শাহরিয়ার হোসেন প্রমুখ।

[ফরিদ/এফএম]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status