ভারত

বাংলাদেশ-ভারত সীমান্তে প্রথম অপরাধমুক্ত এলাকা ঘোষণা

কলকাতা প্রতিনিধি

৯ মার্চ ২০১৮, শুক্রবার, ৪:২০ পূর্বাহ্ন


কলকাতা প্রতিনিধি: অবৈধ কার্যকলাপ, চোরাচালান, মানব পাচার সহ সব ধরনের অপরাধ বন্ধ করতে বাংলাদেশ-ভারত সীমান্তের ৮.৩ কিলোমিটার এলাকাকে শুক্রবার অপরাধমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের নদীয়ার কল্যাণীতে বিএসএফের ৬৪ ব্যাটালিয়নের আউটপোস্টে এক অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে এই প্রকল্পের সূচনা করেন বাংলাদেশের বিজিবির বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ও বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের আঞ্চলিক কমান্ডার খালেদ আল মামুন, যশোর ১ আসনের  সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনসহ ১১ সদস্যের এক প্রতিনিধি দল। সীমান্তে এই প্রকল্প উপলক্ষে  একটি স্মারক স্থাপন করা হয়েছে। বিএসএফের এক বিবৃতিতে বলা হয়েছে, গত অক্টোবরে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে যৌথভাবে অপরাধমুক্ত সীমান্ত এলাকা ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এদিনের অনুষ্ঠানে সেটির উদ্বোধন করা হয়েছে। যশোরের পুটখালি ও দৌলতপুর এবং বিপরীতে ভারতের গুনারমাঠ ও কল্যাণীর মধ্যকার ৮.৩ কিলোমিটার সীমান্ত এলাকাকে অপরাধমুক্ত এলাকা বলে ঘোষণা করা হয়েছে। বর্তমানে এটি পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হলেও আগামী দিনে বাংলাদেশ ও ভারত সীমান্তের আরো এলাকাকে পর্যায়ক্রমে অপরাধ মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। স্থানীয় মানুষ এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। জানা গেছে, ইতিমধ্যে এই অপরাধমুক্ত এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। লাগানো হয়েছে সার্চ লাইট ও থার্মাল সেনসর। বিএসএফ সূত্রের খবর এলাকায় দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী সমন্বয় রেখে যৌথ টহলদারি চালাবে। এজন্য সীমান্তের জিরো পয়েন্টের কাছে দুই দেশের সীমান্তে দুটি বর্ডার লায়েজন পোস্ট তৈরি করা হযেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status