বিশ্বজমিন

মেগান রাজবধু হবেন তাই...

মানবজমিন ডেস্ক

৮ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ১১:৩৮ পূর্বাহ্ন

বৃটিশ রাজবধু হবেন। তাই অত্যন্ত গোপনীয় এক অনুষ্ঠানে ধর্মান্তরিত হলেন যুক্তরাষ্ট্রের আলোচিত অভিনেত্রী মেগান মার্কেল। প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোটছেলে প্রিন্স হ্যারির ঘরে বউ হয়ে আসছেন তিনি। তাই মঙ্গলবার চ্যাপেল রয়েলে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হলেন মেগান। খ্রিস্টানরা বিশ্বাস করেন জর্ডান নদীর পানি পবিত্র। সেই পানি কারো দেহে ছিটিয়ে দিলে তিনি পবিত্র হন। আর এ কাজটি করে থাকেন আর্চবিশপরা। এ রীতিকে বলা হয় ‘ব্যাপ্টিসাইজ’। মঙ্গলবার চ্যাপেল রয়েছে যখন গোপনীয়তার সঙ্গে মেগানকে ব্যাপ্টিসাইজ করা হলো তখন তার পাশে ছিলেন হবুস্বামী প্রিন্স হ্যারি। আর তাকে ব্যাপ্টিসাইজ করেন আর্চবিশপ অব ক্যান্টারবারি। অত্যন্ত গোপনে নিরাপত্তার সঙ্গে চার্চ অব ইংল্যান্ডে এ অনুষ্ঠান সম্পন্ন হয় ৪৫ মিনিটে। সঙ্গে ছিলেন প্রিন্স হ্যারির পিতা প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়াল, প্রিন্স হ্যারির সৎমা ক্যামেলিয়া। তবে প্রিন্স হ্যারির বড়ভাই প্রিন্স উইলিয়াম বা রানী দ্বিতীয় এলিজাবেথ এতে উপস্থিত ছিলেন না।  মেগান মার্কেল দু’মাসের মধ্যে বিয়ে করতে যাচ্ছেন প্রিন্স হ্যারিকে। তিনি যুক্তরাষ্ট্রের বিচ্ছেদপ্রাপ্ত একজন অভিনেত্রী। অভিনেত্রী হলেও জীবনের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন তিনি। অভিনেত্রী থেকে প্রিন্স হ্যারিকে বিয়ের মাধ্যমে রানী দ্বিতীয় এলিজাবেথের পুতির বউ হতে চলেছেন। তারপর তাকে বৃটিশ রাজপরিবারের অনেক কঠোর নিয়মকানুন মেনে চলতে হবে। বলা হচ্ছে, তার ‘ব্যাপ্টিসাইজ’করণের সময় সেখানে রাজপরিবারের অল্প কয়েকজন সহযোগী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ৬২ বছর বয়সী আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status