ভারত

ভারতের পুলিশের গুলিতে ১২ মাওবাদী নিহত

কলকাতা প্রতিনিধি

২ মার্চ ২০১৮, শুক্রবার, ৫:৫৭ পূর্বাহ্ন

ভারতের ছত্তিশগড় রাজ্যে যৌথবাহিনীর তল্লাশি অভিযানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জনই মহিলা। পুলিশের অনুমান, দুই মাওবাদী শীর্ষ নেতারও মৃত্যু হয়েছে। দু’পক্ষের গুলির লড়াইয়ে নিহত হয়েছেন এক পুলিশ কমান্ডো। আহত হয়েছেন তিন জন পুলিশ। আজ শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। ছত্তিসগড়ের বিজাপুর জেলা এবং তেলেঙ্গানার ভাদাদরি কোঠাগুদাম জেলার মধ্যেকার পূজারি কাঙ্কের জঙ্গলে প্রায় ৫০-৬০ জন মাওবাদী বৈঠক করার জন্য জড়ো হয়েছে খবর পাওয়ার পর যৌথবাহিনী ভোর থেকে তল্লাশি অভিযান শুরু করে। ছত্তিশগড়ের অ্যান্টি নকশাল অপারেশনস-এর স্পেশাল ডিরেক্টর জেনারেল ডিএম অবস্থি বলেছেন, এ দিন ভোরে রাইপুর থেকে ৫০০ কিলোমিটার দূরে পূজারি কাঙ্কের জঙ্গলে যৌথবাহিনীর সঙ্গে মাওবাদীদের লড়াইয়ে ১২ মাওবাদী নিহত হয়েছে। মাওবাদী দমন বাহিনী গ্রেহাউন্ড-এর এক জওয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন জওয়ান। তাদের উদ্ধার করে ভদ্রাচলমে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ নিহত মাওবাদীদের দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। বাকি মাওবাদীদের খোঁজে অরণ্যে চিরুণি তল্লাশি চালাচ্ছে পুলিশের বিশালবাহিনী। যে এলাকায মাওবাদীদের মৃতদেহ পাওয়া গিয়েছে সেই জায়গা থেকে উদ্ধার হয়েছে একে ৪৭ রাইফেলস, ইনসাস রাইফেলও  প্রচুর গোরাবারুদ। পুলিশ সূত্রে আরো বলা হয়েছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে যে দুই জন শীর্ষ মাওবাদী নেতা নিহত হয়েছেন তারা হলেন তেলেঙ্গড়ানা মাওবাদী কমিউনিষ্ট পার্টিার সাধারণ সম্পাদক হরিভূষণ ওরফে জগন এবং করিমনগর-ওয়ারাঙ্গাল-খাম্মামের ডিভিশনাল কমিটির সম্পাদক দামোদর ওরফে ছোক্কা রাও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status