প্রথম পাতা

হজ প্যাকেজ মন্ত্রিসভায় উঠছে কাল

জনপ্রতি ১০-১৫ হাজার টাকা খরচ বাড়ানোর প্রস্তাব

দীন ইসলাম

২৫ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৯:৫১ পূর্বাহ্ন

১০ হাজার থেকে ১৫ হাজার টাকা বাড়িয়ে ২০১৮ সালের নতুন খসড়া হজ প্যাকেজ তৈরি করেছে সরকার। প্রস্তাবিত হজ প্যাকেজ-১ এ ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ও প্যাকেজ-২ এ ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ২৯ হাজার ২৪০ টাকা। ২০১৭ সালে প্যাকেজ-১ এ ব্যয় ছিল ৩ লাখ ৮১ হাজার ৫০৮ ও প্যাকেজ-২ এ ব্যয় ছিল ৩ লাখ ১৯ হাজার ৩৩৫ টাকা। এর ফলে প্যাকেজ-১ এ ব্যয় বাড়ছে ১৫ হাজার ৫০৮ টাকা ও প্যাকেজ- ২ এ ব্যয় বাড়ছে ১০ হাজার ৯৫ টাকা। এর  বাইরে প্রতিবছরের মতো এবারও আলাদাভাবে কোরবানির জন্য খরচ করতে হবে সাড়ে ১০ হাজার টাকা। হজ প্যাকেজ ২০১৮-এর খসড়া অনুমোদনের প্রস্তাব আগামীকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদনের জন্য উঠবে। একই বৈঠকে জাতীয় হজ ও ওমরা নীতির খসড়াও অনুমোদনের জন্য উঠবে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম মানবজমিনকে বলেন, মন্ত্রিসভা বৈঠকের এজেন্ডা তালিকায় হজ প্যাকেজ রয়েছে। অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবারের মতো এবারো দুটি হজ প্যাকেজ প্রস্তুত করা হয়েছে। এ দুই প্যাকেজ বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। প্যাকেজের বাইরে প্রত্যেক হজযাত্রীকে কোরবানি খরচ সাড়ে ১০ হাজার টাকার (৫৫০ রিয়াল) সমপরিমাণ সৌদি রিয়াল সঙ্গে নিয়ে যেতে হবে। এর আগে গত বছর হজযাত্রীদের ট্রলিব্যাগের জন্য আড়াই হাজার টাকা করে নেয়া হয়। এজন্য হজ প্যাকেজে সংশ্লিষ্ট বিষয়ে ঘোষণাও দেয়া হয়। কিন্তু এসব ট্রলিব্যাগ সরবরাহ নিয়ে নানা কেলেঙ্কারির ঘটনা ঘটে। হজযাত্রীদের সাতশ’ থেকে আটশ’ টাকা মূল্যের নিম্নমানের ব্যাগ সরবরাহের অভিযোগ উঠে। কয়েকটি হজ এজেন্সি ট্রলিব্যাগ ছাড়াই হজে পাঠায়। এসব নানা বিষয় চিন্তা করে এ বছর হজ প্যাকেজে ট্রলিব্যাগের ব্যয় রাখা হয়নি। এদিকে ধর্ম মন্ত্রণালয় এবং হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর আপত্তির পরও বিমান ভাড়া বাড়িয়েছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমানের তেলের দাম, ভ্যাট, হ্যান্ডলিং চার্জসহ অন্যান্য আনুষঙ্গিকতা ব্যয় বেড়ে গেছে এমন অজুহাতে ১ হাজার ৬০৮ ডলার (ভ্যাট বাদে) বিমান ভাড়ার প্রস্তাব করেছে মন্ত্রণালয়টি। এর সঙ্গে এজেন্টের ২৫ ডলারসহ ১ হাজার ৬৩৩ ডলার বা প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা বিমান ভাড়ার প্রস্তাব করা হয়েছে। গত বছর হজে বিমান ভাড়া ছিল ১ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা। এর আগে গত ১৪ই জানুয়ারি সৌদি আরবের হজ কর্তৃপক্ষ ও বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে হজ চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status