দেশ বিদেশ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে ঐক্যের সুর

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম থেকে

২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৯:২৮ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার সাজা ও কারাবন্দিকে কেন্দ্র করে চট্টগ্রামে অনেকটাই সরব বিএনপি। দলের কর্মসূচি পালনে কাছাকাছি আসার সুযোগও পেয়েছেন মহানগর ও জেলা বিএনপি নেতাকর্মীরা। সেই সূত্রে প্রায় চারবছর ধরে বিরোধের আগুনে জ্বলতে থাকা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে চলছে এখন ঐক্যের সুর। এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। এ বিষয়ে কথা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও চাকসু ভিপি নাজিম উদ্দিন, সাবেক যুগ্ম সমপাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এমএ হালিমের সঙ্গে। তারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি পালনে নেতাকর্মীরা একে-অপরের কাছাকাছি আসার সুযোগ পেয়েছেন। এতে দূরত্ব ও ভুলবোঝাবুঝি কমেছে। শীর্ষ নেতারাও বুঝতে পেরেছেন ঐক্যের কোনো বিকল্প নেই। ফলে নেতাকর্মীদের মাঝে মিলনের সুর বাজছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, দলের দুঃসময় এখন। তাই কেন্দ্রের নির্দেশ- যেন বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ হই। তাই দুইপক্ষের নমনীয়তায় সেই বিরোধের আগুন নিভতে যাচ্ছে বলে স্বীকার করেন তিনি।  
তিনি বলেন, আগামী সপ্তাহে দুইপক্ষের দায়িত্বশীল নেতাদের নিয়ে সমন্বয় সভায় বসছি আমরা। এমন দুঃসময়ে দূরত্ব যতই হোক আমাদের একে-অপরের কাছাকাছি আসতে হবে। মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হতে হবে। প্লাস-মাইনাসের সুযোগ নেই। এ ব্যাপারে আসলাম চৌধুরীর অনুসারী নেতাদের সঙ্গে আলাপ হয়েছে জানিয়ে বিএনপি’র রাউজান আসনের সাবেক এ সংসদ সদস্য বলেন, তারা ঐক্যের ডাকে সম্মতি দিয়েছেন। আগামী সপ্তাহে সমন্বয় সভায় দু’পক্ষের মধ্যে দূরত্ব নিরসন হবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬শে এপ্রিল উত্তর জেলা বিএনপি’র কমিটি ভেঙে দেয়ার পর থেকে গিয়াস কাদের চৌধুরী ও আসলাম চৌধুরীর অনুসারীদের মধ্যে বিরোধ শুরু হয়। আসলাম চৌধুরী জেলার আহ্বায়ক হওয়ার পর সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসানের সাথে উপজেলা ও পৌরসভার কমিটি গঠন নিয়ে প্রকাশ্যে বিরোধ বাধে। রাউজান পৌরসভার সাবেক মেয়র কাজী হাসান হলেন গিয়াস কাদের চৌধুরীর ঘনিষ্ট।
পরে উপজেলা ও পৌরসভা বিএনপি’র পাল্টাপাল্টি কমিটি গঠন নিয়ে আসলাম ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে বিরোধ প্রকট আকার ধারণ করে। যে বিরোধের আগুন জ্বলছে গত চারবছর ধরে। একই ব্যানারে দুইপক্ষ দলীয় কর্মসূচি পালন করে আসছে পৃথকভাবে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক থেকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে পদোন্নতি পাওয়া আসলাম চৌধুরী গত দুই বছর ধরে জেলে আছেন। অপরদিকে জেলা বিএনপি’র সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান গত ৭ই জানুয়ারি ইন্তেকাল করেন। এরপরও দুই নেতার অনুসারীদের বিরোধের অবসান ঘটেনি। তবে সমপ্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্রঘোষিত তিনদিনের বিক্ষোভ কর্মসূচি দুইপক্ষ পৃথকভাবে পালন করে দলীয় কার্যালয় নাসিমন ভবনে। একই ব্যানারে দুই পক্ষের নেতাকর্মীরা একে-অপরের পাশাপাশি দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করে। এ সময় একে- অপরের সঙ্গে কথা হয়। হৃদ্যতা বাড়ে। কারাবন্দি আসলাম চৌধুরীর অনুসারীদের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চাকসু ভিপি নাজিম উদ্দিন এবং জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এমএ হালিম। এ দুই নেতার মুখেও এখন মিলনের সুর। এমএ হালিম বলেন, ঐক্যের ভিত্তিটা তৃণমূল থেকে হয়ে এলে ভালো। দু’পক্ষের বিরোধের জন্ম হয়েছে তৃণমূল থেকে, উপরে তেমন সমস্যা নেই। উপজেলা ও পৌরসভার পাল্টাপাল্টি কমিটি আলাপ-আলোচনার ভিত্তিতে এক করে ফেলা উচিত। না হয় যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। চাকসু ভিপি নাজিম উদ্দিন বলেন, আমাদের নেত্রী এখন জেলে। দলের এমন দুঃসময়ে আমরা দূরত্বে থাকতে পারি না। দূরত্ব ঘুচিয়ে একে-অপরের কাছাকাছি আসতে হবে। সামনে যেহেতু নির্বাচন, তাই আমরা দলের স্বার্থে বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হচ্ছি। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলে যাওয়ার পর দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে সিদ্ধান্ত নেয় দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে বিএনপি’র কেন্দ্রীয় নীতি-নির্ধারকরা দেশের যেসব জেলা ও মহানগরের কমিটিতে অভ্যন্তরীণ বিরোধ রয়েছে তা মীমাংসা করার জন্য সমন্বয় কমিটি গঠন করেন।
চট্টগ্রাম উত্তর জেলার দুই পক্ষের বিরোধ নিরসনের লক্ষ্যে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে বিএনপি’র ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে। সপ্তাহ খানেক আগে তাঁকে এ দায়িত্ব দেয়া হয়। এরপর জেলা বিএনপি’র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও বর্তমান আহ্বায়ক আসলাম চৌধুরীর অনুসারীরা বিভেদ ভুলে এখন এক মেরুতে আসছেন।
তিনি জানান, দায়িত্ব পাওয়ার পর গিয়াস কাদের তাঁর ও প্রতিপক্ষ আসলাম চৌধুরীর অনুসারীদের মধ্যে সমন্বয়ের উদ্যোগ নিয়েছেন। কারাবন্দি আসলামের অনুসারী জেলা বিএনপি’র দায়িত্বশীল নেতাদের সঙ্গে তিনি কয়েক দফা কথা বলেছেন। আসলামের অনুসারীরা গিয়াস কাদেরের ঐক্যের ডাকে সাড়া দিয়েছেন।
গিয়াস কাদেরের অনুসারী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সমপাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু আমরা তো সবাই বিএনপি করি। তাই দলের স্বার্থে ঐক্যের বিকল্প নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status