বিনোদন

নতুন কিছুর জন্য...

স্টাফ রিপোর্টার

২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৮:০০ পূর্বাহ্ন

জনপ্রিয় অভিনেত্রী শশী। অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন ক্যারিয়ারের শুরু থেকে। বলা যায়, নামের সুবিচার করছেন তিনি। প্রতিটি কাজই তার দর্শকের কাছে প্রশংসিত হচ্ছে। একে একে অভিনয়ের ষোলোকলা পূর্ণ করছেন তিনি। এই অভিনেত্রী বর্তমানে শাহীন সরকারের ‘জ্ঞানী গঞ্জের পণ্ডিতেরা’, কায়সার আহমেদের ‘আয়না’ ও ‘মহাগুরু’, সোহেল আরমানের ‘জলরং’, দেবাশীষ বড়ুয়া দ্বীপের ‘ভালোবাসা প্রেম নয়’, এবং সালাহউদ্দিনের ‘মায়া মসনদ’ ধারাবাহিকগুলোর কাজ করছেন বলে জানান। ধারাবাহিকের বাইরে বিশেষ দিবস ও একক নাটকেও তার দারুণ ব্যস্ততা রয়েছে। গেল ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘মূল্যায়ন’ শিরোনামের একটি নাটকে শশীকে দেখা গেছে। এটি পরিচালনা করেন নূরুল ইসলাম। প্রতিটি নাটকে শশী বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করছেন। তিনি বলেন, আমি নির্দিষ্ট কোনো একটি চরিত্রের মধ্যে নিজকে সীমাবদ্ধ রাখিনি। ভাষা দিবসের নাটকে কাজ করেছি দেশের প্রতি ভালোবাসা থেকে। এছাড়া কিছু নাটকে সামাজিক দায়বদ্ধতা থেকেও অভিনয় করি। এসব নাটকে কখনো প্রেমিকা, কখনো আবার সিরিয়াস ধরনের কোনো চরিত্রে দর্শকের সামনে আমার উপস্থিতি থাকে। শশী আরো বলেন, আমার শুরুটা অনেক ভালো ছিল। সেটির জন্য এখনো দর্শকের কাছ থেকে প্রশংসা পাই। সেই সুনামটি আমি কোনোভাবেই নষ্ট করতে চাই না। একজন শিল্পীকে একটি কাজই আজীবন বাঁচিয়ে রাখতে পারে বলে আমি মনে করি। এই সময়ে আমি যে কাজগুলো করছি তার প্রতিটির গল্প-চরিত্রে নতুনত্ব আছে। আমি অনেকের চেয়ে কাজ কম করি। কিন্তু ভালো কাজটি আমার করা হয়। শশী তার সমসাময়িক শিল্পীদের বাইরে সিনিয়র শিল্পীদের বিপরীতেও কাজ করছেন। এই প্রসঙ্গে তিনি জানান, একজন শিল্পীর উচিত গল্পের প্রয়োজনে তাকে বিভিন্নভাবে উপস্থাপন করা। সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার সব সময় ভালো। তাদের কাছ থেকে জানা যায়-শেখা যায়। সিনিয়র শিল্পীর সঙ্গে কাজ করার জন্য আগ্রহটাও আমার অনেক বেশি। শশী এই সময়ের নাটকের প্রয়োজনীয়তা সম্পর্কেও কথা বলেন। তার ভাষ্য, প্রতিটি মানুষ কর্ম ব্যস্ততা শেষে কিছুটা হলেও বিনোদন খুঁজে। আমি মনে করি আমাদের দেশীয় নাটক দর্শকদের সেই বিনোদন দিয়ে আসছে। ইউটিউবে প্রায় প্রতিটি নাটকে লাখ লাখ ভিউয়ার্স দেখা যায়। এই সময়ে কমেডি নাটকের পাশাপাশি সমসাময়িক নানা রকম গল্পেও নাটক নির্মাণ হচ্ছে। আমাদের দেশীয় নাটকের প্রচার-প্রসারে আমাদের আরো এগিয়ে আসতে হবে। উল্লেখ্য, এই অভিনেত্রী দর্শকের কাছে পরিচিতি পান ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের মধ্য
দিয়ে। কিন্তু এই ছবির পর আর কোনো ছবিতে তাকে দেখা যায়নি। সেই দিক থেকে কেন পিছিয়ে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের পর কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছি। সেগুলোর কোনোটির গল্প, কোনোটির পরিচালক পছন্দ না হওয়ায় কাজ করা হয়নি। চলতি সময়ে আমাদের চলচ্চিত্রে পরিবর্তন এসেছে। গেল বছরে বাণিজ্যিক ছবির বাইরের কিছু চলচ্চিত্রও দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। আমিও সেই রকম নতুন কিছুর জন্য অপেক্ষা করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status