বিনোদন

মহিলা চেয়ারম্যান জুঁই

স্টাফ রিপোর্টার

২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৭:৫৯ পূর্বাহ্ন

গ্রামের মহিলা চেয়ারম্যান অভিনেত্রী জুঁই। কিন্তু পাগলাটে ধরনের তিনি। গ্রামের সালিশ-বিচারে যে পক্ষ তার কাছে প্রথম আসে তিনি তার পক্ষে রায় দেন। তিনি মনে করেন সঠিক ব্যক্তিই আগে বিচারের জন্য আসেন। এ জন্য গ্রামে তাকে নিয়ে নানা রকম আলোচনা-সমালোচনা হয়। দর্শকপ্রিয় এই অভিনেত্রীকে এভাবে দেখা যাবে ‘ব্রেন ওয়াশ’ শিরোনামের একটি মিনি ধারাবাহিকে। আসছে ঈদের জন্য এটি নির্মিত হয়েছে বলে জানান তিনি। এটি নির্মাণ করেছেন আদিবাসী মিজান। জুঁই ছাড়া এটিতে আরো অভিনয় করেছেন মোশাররফ করিম ও সুমাইয়া শিমুসহ অনেকে। নাটকটি প্রসঙ্গে জুঁই বলেন, নাটকের চরিত্রটি সত্যি অন্যরকম। চেয়ারম্যানের চরিত্রে কাজ করতে গিয়ে বুঝেছি এটি অনেক কঠিন একটি কাজ। একজন চেয়ারম্যানের ওপর নির্ভর করে একটি গ্রামের ভালো-মন্দ। দর্শক এই নাটকে আমাকে ভিন্নভাবে দেখবে বলে আশা করছি। খুব শিগগির ঈদের জন্য সাগর জাহানের একটি নাটকের কাজ করবেন বলেও জানান জুঁই। এদিকে অভিনেত্রী বর্তমানে একাধিক ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রুলীন রহমানের ‘ভালোবাসা কারে কয়’, কায়সার আহমেদের ‘মহাগুরু’, অরণ্য আনোয়ারের ‘ফুলএইচডি’, শামীম জামানের ‘মওকা মালয়েশিয়া’ এবং সাগর জাহানের ‘ল্যাম্পপোস্ট’ ধারাবাহিকের কাজ তার হাতে রয়েছে। অন্যদিকে আগামী ২৬শে ফেব্রুয়ারি থেকে আবু হায়াত মাহমুদের ‘গোল্ডেন ভাই’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করবেন এই অভিনেত্রী। এই সময়ের নাটকের সার্বিক অবস্থা নিয়েও কথা বলেন জুঁই। তিনি বলেন, আমাদের এখন প্রচুর নাটক নির্মাণ হচ্ছে। কিন্তু সঠিক নজরদারি না থাকার কারণে এর মধ্যে সব কাজ ভালো হচ্ছে বলা যায় না। তবুও বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের নির্মাতারা নাটক নির্মাণ করছেন। এটি আমাদের জন্য অনেক বড় বিষয় বলে আমি মনে করি। ছোট পর্দার বাইরে চলচ্চিত্রেও এই অভিনেত্রীকে দেখা গেছে। এখন পর্যন্ত দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্র দুটি হলো মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ এবং তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’। মনের মতো গল্প ও চরিত্র পেলে নতুন চলচ্চিত্রে আবারো তাকে দেখা যাবে বলে জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status